চীনের শুল্ক বিভাগে গমনাগমন তথ্য


       চীনের শুল্ক বিভাগে প্রবেশ করা আর তা থেকে ত্যাগ করার সময়ে পর্যটকদের চীনের শুল্ক বিভাগের সংশ্লিষ্ট বিধি মেনে চলতে হবে। শুল্ক বিভাগে আপনার সমস্ত আনুষ্ঠানিকতা যাতে নির্বিঘ্নে দেখা হয় এবং আপনার ভ্রমন আনন্দে শুরু হয় তার জন্য কয়েকটি বিষয় এখানে আমাদের বিশেষভাবে উল্লেখ করতে হবে। 

দরখান্ত

  নিম্ন উল্লেখিত জিনিসপত্র সংগে নেওয়া হলে অথবা পোষ্টে পাঠাতে হলে পর্যটকদের শুল্ক বিভাগের কাছে দরখাস্তদরথাস্ত করতে হবে। 

শুল্ক বিভাগের কর আদায় অথবা সীমিত পরিমাণে করমুক্ত এমন জিনিস;

ভ্রমন চলাকালে পর্যটকদের সঙ্গে থাকা দৈনিক ব্যবহৃত পণ্যদ্রব্য; যেসব পণ্যদ্রব্য ভ্রমনে নিয়ে আসা-যাওয়া নিষিদ্ধ সেসব পণ্যদ্রব্য; ভ্রমনে পর্যটকদের পক্ষে বরাবরই প্রয়োজনীয় পণ্যদ্রব্য;

যে সব পণ্যদ্রব্য শুল্ক বিভাগে নিয়ে যেতে আর আনতে চীন সরকার বাধা দেয়---পুরাকীর্তি, মুদ্রা, সোনা আর রৌপ্য এবং সোনা ও রৌপ্যের তৈরী পণ্যদ্রব্য, ছাপানো সামগ্রী, অডিও আর ভিডিও প্রভৃতি পণ্যদ্রব্য;

মালপত্র , মালপত্রের নমুনা এবং যে সব পণ্যদ্রব্য পর্যটকদের সংগে থাকা লাগেজে অন্তভূর্ত করা হয় না; 

লাল আর সবুজ পথ

যারা কর পরিশোধ করতে চান এবং শুল্ক বিভাগ পার হওয়ার জন্য সংস্লিষ্ট ব্যবস্থা নিতে চান তারা লাল পথ বেছে নিতে পারেন, অন্যান্য পযর্টক সবুজ পথ দিয়ে যেতে পারেন।

সাধারন নিয়ম-বিধি

শুল্ক বিভাগ পার হওয়ার সময় সমস্ত পণ্যদ্রব্য পরীক্ষা নেয়ার জন্য শুল্ক বিভাগের কাছে দেখাতে হবে।যে সব জিনিজপত্রের উপর শুল্ক বিভাগের পরীক্ষা শেষ হয়নি সে সব জিনিজপত্র সঙ্গে নেওয়া যায় না।

  যে সব জিনিজপত্র আলাদা আলাদাভাবে পাঠানো হয় সে সব জিনিজপত্র পর্যটকদের আবেদন পত্রে লিখতে হবে।যে দিন পর্যটকরা সীমান্তে প্রবেশ করেন সে দিন থেকে ছয় মাসের মধ্যে পণ্যদ্রব্য আনা হলে সেগুলো পণ্যদ্রব্যের উপর শুল্ক বিভাগের পরীক্ষা নেওয়া হবে ।

পর্যটকের যে জিনিজপত্র সম্বন্ধে আবেদন-পত্র শুল্ক বিভাগের পরীক্ষা নেওয়া হয়েছে সেই আবেদন-পত্র ভালভাবে রাক্ষা উচিত, যাতে শুল্ক বিভাগ থেকে ত্যাগ করা এবং ভবিষ্যতে আবার ভ্রমণ করতে আসার সময় কাজে লাগে।

  তা ছাড়া, যদি কোনো পর্যটক পূরাকীর্তি সঙ্গে শুল্ক বিভাগ থেকে নিতে যান, তাহলে শুল্ক বিভাগের কাছে আবেদন জানাতে হবে।যে সব দোকান (বিশেষভাবে পুরাকীর্তির দোকান বা মৈত্রী দোকান) পুরার্কীতি ব্যবসার লাইসেন্স পেয়েছে সে সব দোকান থেকে পর্যটকরা যে পুরাকীর্তি কেনেছেন নিদির্ষ্ট রসিড এবং চীনের পুরাকীর্তি ব্যবস্থাপনা বিভাগে রসিদ-দেওয়া প্রতীক অনুযায়ী শুল্ক বিভাগ তা আটকে রাখে না। অন্যান্য উপায়ে পর্যটকরা যে সব পুরাকীর্তি পেয়েছেন সে সব পুরাকীর্তি সঙ্গে নিতে চাইলৈ , (যেমন নিজের পরিবারের অথবা আত্মীয়সজ্বনদের দেওয়া উপহার ) চীনের পুরাকীর্তি ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষা নেওয়ার জন্য আগে থেকে রিপোট দিতে হবে।বর্তমানে,পেইচিং, সাংহাই , তিয়েচিন, গুওয়াংযৌ প্রভৃতি আটটি বন্দরে যাচাই করার সংস্থা আছে।এ সব পুরাকীর্তি সঙ্গে নিতে হলে সংশ্লিষ্ট পুরাকীর্তি বিভাগের অনুমোদন-পত্র দেখাতে হবে।পুরাকীর্তি ব্যবস্থাপনা বিভাগের অনুমোদন পত্র দেখে শুল্ক বিভাগ পুরাকীর্তি পার হতে দেয়।