চীনে ভ্রমণ করতে হলে আপনাকে প্রথমে ভিসার ব্যবস্থা করতে হবে।বিদেশী বন্ধুরা যদি চীনে ভ্রমণ করতে চান তাহলে তাদের চীনের দূতাবাস অথবা কনস্যুরাটে গিয়ে পর্যটন ভিসার ব্যবস্থা করতে হবে।৯ জনের বেশী লোক নিয়ে গঠিত পর্যটন দল দলগত পযর্টন ভিসার আবেদন করতে পারে।যারা চীনের সেনজেন, জুহাই আর শামেন ইত্যাদি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যেতে চান তারা সোজাসুজি উল্লেখিত অঞ্চলের বন্দরে ভিসা অফিসের কাছে বিশেষ প্রশাসন অঞ্চলের ভিসার আবেদন করতে পারেন।হাইনান প্রদেশে ভ্রমণ করতে গেলে ওখানে ১৫ দিনের বেশী সময় থাকতে পারেন না।হাইখো অথবা সেনয়া স্থল বন্দরে সাময়িকভাবে প্রবেশ-ভিসার ব্যবস্থা করা যায়।হংকংএ বসবাসরত বিদেশীরা দল গঠন করে সেনছেন বিশেষ প্রশাসন অঞ্চলে ভ্রমণ করতে আসলে ৭২ ঘন্টার মধ্যে প্রবেশ-ভিসার ব্যবস্থা করার প্রয়োজন নেই।পর্যটন ভির্সারঅধিকারী বিদেশীরা যখন চীনে প্রবেশ করেন তখন তারা বিদেশীদের প্রতি উন্মুক্ত স্থল বন্দর অথবা নির্দিষ্ট স্থল বন্দর দিয়ে প্রবেশ করতে পারেন । প্রবেশ করার আগে সীমান্তের পরীক্ষা মহলের পরীক্ষা তাদের গ্রহণ করতে হবে।
আপনরা বলবত পাসপর্ট আর পর্যটন ভিসা নিয়ে চীনে বিদেশীদের কাছে বিশেষভাবে উন্মুক্ত জায়গায় ভ্রমণ করতে পারেন।চীন সরকার চীনে অবস্থানরত বিদেশীদের বৈধ ক্ষমতা ও স্বার্থ রক্ষা করে, তবে চীনে ভ্রমণ করতে পযর্টন ভির্সা অধিকারী বিদেশীরা নিজের পরিচয়ের অবাঞ্জিত তত্পরতা চালাতে পারে না।যেমন , কর্মস্থানে যোগ দেয়া, ধর্ম প্রচার করা, অবৈধ সাক্ষাতকার নেয়া ইত্যাদি ইত্যাদি, নইলে শান্তি দেয়া হবে।এর সঙ্গে সঙ্গে চীনে থাকাকালে আপনাকে চীনের আইন মেনে চলতে হবে এবং চীনের রীতিনীতিকে সম্মান দিতে হবে।
ভিসাতে অনুমোদিত চীনে অবস্থানের মেয়াদ অনুযায়ী আপনি চীনে ভ্রমণ করতে পারেন।যদি অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর চীনে আরো ভ্রমণ করতে চান , তাহলে চীনে থাকার মেয়াদ বাড়ানোর জন্য আপনি স্থানীয় প্রকাশ্য নিরাপত্তা সংস্থার কাছে আবেদন করতে পারেন। আপনার ভ্রমণ শেষ হওয়ার পর , ভিসা বলবত সময় শেষ না হোওয়া পর্যন্ত বিদেশীদের কাছে উন্মুক্ত আন্তর্জাতিক স্থল বন্দর থেকে আপনাকে চীন ত্যাগ করতে হবে ।
|