চীনের সুন্দর দৃশ্য অবলোকন


       চীন এমন একটি দেশ যার পর্যটন সম্পদ অত্যন্ত সমৃদ্ধ।চীনে আছে সুমহান আর সুন্দর পর্বত , মনোহর নদ-নদী, ঝরনা , জলপ্রপাত,সুচারু প্রাচীন স্থাপত্যশিল্প বৈচিত্র্যময় প্রাণী ও উদ্ভিদ আর অগণিত দর্শনীয়স্থান ও পূরাকীর্তি।এ সবই সত্যিকার প্রাকৃতিক দৃশ্য আর সাংস্কৃতিক আকর্ষণের সমাহার।বর্তমানেচীনের ২৯টি ধ্বংসাবশেষ ইউনেস্কোর বিশ্ব উত্তরাধিকার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে।এগুলোর মধ্যে তিনটি হলো প্রাকৃতিক উত্তরাধিকার, ২১টি সাংস্কৃতিক উত্তরাধিকার।প্রকৃতি আর সংস্কৃতির মিলিত উত্তরাধিকার৪টি।এত বেশী বিশ্ব মানের প্রকৃতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারে চীনা জনগণের বুদ্ধি আর পরিশ্রমের প্রতিফলন দেখা যায়।

       এ সব মূল্যবান প্রকৃতি আর সাংস্কৃতিক উত্তরাধিকার ছাড়া, চীনে আরো অনেক জায়গা আছে যেখানে দৃশ্য অত্যন্ত সুন্দর, সাংস্কৃতিক আকর্ষণ পরিপূর্ণ।পর্যটকরা সংগে সংগে এ সব দর্শনীয়স্থান থেকে চীনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর প্রাচীন সভ্যতা উপভোগ করতে পারেন।