১৯৯২ সালের পর থেকে, বিদেশী পযর্টকদের কাছে চীনের পর্যটন সম্পদ আরো ভালোভাবে প্রচারকরা আর এর পরিচয় তুলে ধরার জন্য চীনের রাষ্ট্রীয় পর্যটন ব্যরো পর্যটনকে কেন্দ্র করে একটানা নানা ধরনের রীতিসম্পন্ন অনুষ্ঠান আয়োজন করেছে।তা ছাড়া, ধারাবাহিক পর্যটন বিষয়ক ততপরতা আয়োজন করা হয়েছে।যেমন শ্রেষ্ঠ পর্যটন লাইন, বৈশিষ্ট্যসম্পন্ন পর্যটনের লাইনের ব্যবস্থা নেওয়া হয়েছে।উপরন্তু বিদেশে প্রচার কাজ চালানো হয়েছে।এ বছর, চীনের পর্যটনের প্রধান বিষয় হলো: চীনের জনসাধারণের জীবনযাত্রার পর্যটন।
চীনা জাতির ৫০০০ বছরের সভ্যতার ইতিহাস আছে।এই পুরানো সভ্যতা দেশে লালন-পালন করা হয়েছে পরিশ্রমিক, বীর, সরল আর দয়ালু চীনা লোক।এর সংগে সংগে স্ববৈশিষ্ট্যসম্পন্ন জীবনযাপনের পদ্ধতি , খাওয়া-দাওয়ার অভ্যেস এবং স্থানীয় প্রথার রুপ ধরেছে।চীনা জনসাধারনের বৈচিত্র্যময় আর বৈশিষ্ট্যসম্পন্ন জীবন চীনের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অত্যন্ত মূল্যবান সাংস্কৃতিক আকর্ষণের সম্পদ গঠিত হয়েছে।
চীনের জনসাধারনের জীবন প্রাচ্যের
বৈশিষ্ট্যসম্পন্ন। আবাস, খাওয়া-দাওয়া,
পোশাক-আপক , আমোদ-প্রমোদ, উতসব
উদযাপন আর রীতিনীতি , এগুলোতে
চীন জাতির সত্যিকার আর্থিকআতিক
অবস্থা আর নৈতিক অনুভুতি প্রতিফলিত
হয়।চীনের জনসাধারনের স্ববৈশিষ্ট্যসম্ন্ন
জীবন অনুভব করা এবং চীনা জনগণের
সৃষ্ট উজ্জ্বল সংস্কৃতি উপলদ্ধি
করার জন্য বিদেশী পর্যটকদের চীনের
সমাজে আর চীনের প্রাথমিক স্তরে
যেতে উত্সাহ দেয়া জনসাধারণের
জীবনের পর্যটনেরততপরতা নির্ধারন
করা উদ্দেশ্য।
এক নজরে গত ১২ বছরে চীনের রাষ্ট্রীয় পর্যটন ব্যুরোর ধারাবাহিক পর্যটন ততপরতা
১৯৯২ সাল |
মৈত্রী পর্যটন বর্ষ |
২০০০ সাল |
২০০০ সালের সেনচো শতাব্দী পর্যটন |
১৯৯৩ সাল |
চীনের পাহাড় ও নদনদীর দৃশ্য পর্যটন |
২০০১ সাল |
২০০১ সালের চীন ক্রীড়া ও ব্যয়াম পর্যটন |
১৯৯৪ সাল |
পুরাকীর্তি আর দর্শনীয়স্থান পর্যটন |
২০০২ সাল |
চীনের লোক শিল্প পর্যটন |
১৯৯৫ সাল |
জাতীয় রীতিনীতি পর্যট |
২০০৩ সাল |
চীনের রাধুন রাজ্যের পর্যটন |
১৯৯৬ সাল |
অবসর কাটানোর পর্যটন |
২০০৪ সাল |
চীনের জনসাধারণের জীবন পর্যটন |
১৯৯৭ সাল |
চীনের পর্যটন বর্ষ |
|
|
১৯৯৯ সাল |
৯৯ সালের প্রাকৃতিক পরিবেশ পর্যটন |
|
|
|