থাং চিয়াস্যুয়েন



  থাং চিয়াস্যুয়েন , ১৯৯৮-২০০৩ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন । 

  ১৯৩৮ সালের জানুয়ারি সাংহাই-এ থাং চিয়াস্যুয়েনের জন্ম হয়,তিনি চিয়াংসু প্রদেশের চেনচিয়াং শহরের লোক , ১৯৭৩ সালে তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে ভর্তি হন । মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হওয়ার পর তিনি সাংহাই ফুতান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন । ১৯৭০-১৯৭৮ সালে তিনি চীনা জনগনের বৈদেশিক মৈত্রী সমিতি ও চীন-জাপান মৈত্রী সমিতির পরিষদ-সদস্য এবং বৈদেশিক মৈত্রী সমিতির এক বিভাগের উপপ্রধান ছিলেন । ১৯৮৮-১৯৯১ সালে তিনি জাপানস্থ চীনা দূতাবাসের মিনিষ্টার ও কাউন্সিলার , মিনিষ্টার ছিলেন ।১৯৯১-১৯৯৩ সালে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ছিলেন । ১৯৯৩ সালের মার্চ মাস থেকে ১৯৯৮ সালের মার্চ মাস পর্যন্ত তিনি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন । ১৯৯৮ সালের মার্চ মাস থেকে ২০০৩ সালের মার্চ মাস পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ২০০৩ সালের মার্চ মাসে তিনি রাষ্ট্রীয় কাউন্সিলার হন ।