ছিয়েন ছিছেন



  ছিয়েন ছিছেন, ১৯৮৮-১৯৯৮ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন । 

  ছিয়েন ছিছেন ১৯২৮ সালের জানুয়ারিতে জন্মগ্রহন করেন । তিনি সাংহাই শহরের চিয়াতিন জেলার লোক ,১৯৪২ সালের অক্টোবরে তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে ভর্তি হন এবং কাজে যোগ দেন ,বিশ্ববিদ্যালয়ের সমান শিক্ষা লাভ করেছেন । ১৯৪২-১৯৪৫ সালে যখন সাংহাই তাথোং বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মাধ্যমিক স্কুলে পড়াশুনা করার সময়ে তিনি পার্টিতে ভর্তি হন এবং পার্টি শাখা-গ্রুপের নেতা , পাটির শাখা কমিটির সম্পাদক ছিলেন । ১৯৫৪-১৯৫৫ সালে তিনি সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় যুব লীগ বিদ্যালয়ে পড়তে যান ।১৯৫৫-১৯৬৩ সালে তিনি সোভিয়েত ইউনিয়নস্থ চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব, বিদেশে পড়াশুনা ছাত্রছাত্রী বিষয়ক বিভাগের উপপরিচালক , গবেষনা বিভাগের পরিচালক ছিলেন । ১৯৬৩-১৯৬৬ সালে তিনি উচ্চশিক্ষা দপ্তরের বিদেশে পড়াশুনা ছাত্রছাত্রী বিষয়ক বিভাগের প্রধান , বৈদেশিক ব্যুরোর উপপ্রধান ছিলেন । ১৯৬৬-১৯৭২ সালে “ মহা সাংস্কৃতিক বিপ্লবের ” আক্রমনের সম্মুখীন হন এবং পরে “৭ই মে ”ক্যাডার বিদ্যালয়ে শ্রম করতে যান । ১৯৭২-১৯৮২ সালে তিনি সোভিয়েত ইউনিয়রস্থ চীনা দূতাবাসে কাউন্সিলার ,গিনিস্থ রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রনালয়ের তথ্য ব্যুরোর প্রধান ছিলেন । ১৯৮৮ সাল থেকে তিনি পররাষ্ট্রমন্ত্রী, পার্টি কমিটির সম্পাদক , রাষ্ট্রীয় কাউন্সিলার ছিলেন । ১৯৯৩ সাল থেকে তিনি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য , উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ।