হুয়াং হুয়া



  হুয়াং হুয়া, ১৯৭৬-১৯৮২ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন । 

  ১৯৭১ সালে জাতিসংঘে চীনের বৈধ আসন পুনরুদ্ধার হওয়ার পর হুয়াং হুয়া জাতিসংঘ আর এর নিরাপত্তা পরিষদস্থ চীনের প্রথমস্থায়ী প্রতিনিধি ছিলেন , ১৯৭৬ সালে তিনি পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন । তিনি প্রতিনিধি দল নিয়ে ২৯তম,৩২তম,৩৩তম,৩৫তম আর ৩৭তম জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশনে অংশ নিয়েছিলেন । ১৯৭৮সালের অক্টোবরে পেইচিং-এ তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে《চীন-জাপান শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ চুক্তি সই করেছেন । ১৯৭৮ সালে তিনি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিচালনা করেছেন,১৯৮২ সালে তিনি আর মার্কিন পররাষ্ট্রসচিব আলেক্সান্দ্রা হেগ তাইওয়ানের কাছে যুক্ত রাষ্ট্রের অস্ত্র বিক্রি সমস্যা সমাধান সম্পর্কে ১৭ আগষ্ট বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন।১৯৮৫-১৯৯৫ সালে তিনি আন্তর্জাতিক কার্যক্রম পরিষদের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন । এখন তিনি চীনের বিদেশী বন্ধু গবেষনা সমিতির, চীনের আন্তর্জাতিক মৈত্রী যোগাযোগ সমিতির, চীনের কল্যান সমিতির আর সুং ছিংলিন তহবিল সমিতির সভাপতি ।