ছিয়াও কুয়ানহুয়া, ১৯৭৪-১৯৭৬ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ।
ছিয়াও কুয়ানহুয়া চীনের চিয়াংসু প্রদেশের ইয়েনছেন জেলার লোক। তিনি জার্মানিতে পড়ালেখা করেছিলেন এবং দর্শন বিষয়ে ড:ডিগ্রি লাভ করেন ।জাপ-বিরোধী যুদ্ধকালে তিনি প্রধানত: সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক ভাষ্য লিখতেন । ১৯৪২ সালের শরত্কালে তিনি ছুংছিং শহরে গিয়ে “ সিনহুয়া ডেইলী” পত্রিকার “ আন্তর্জাতিক বিশেষ কলাম” চালাতেন জাপ-বিরোধী যুদ্ধে বিজয় না হওয়া পর্যন্ত । চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি পরপর পররাষ্ট্রমন্ত্রনালয়ের বৈদেশিক নীতি কমিটির ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ,উপপররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন ।পররাষ্ট্রমন্ত্রনালয়ের দৈনিক কাজে তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক দলিল লিখতেন বা লেখার কাজে পরিচালনা করতেন । ১৯৭৬ সালের পর তিনি চীনা জনগনের বৈদেশিক মৈত্রী সমিতির উপদেষ্টা ছিলেন ।তার প্রধান প্রধান লেখা বই হলো:《আন্তর্জাতিক ভাষ্য সংস্করন》আর 《মুনিক থেকে ডানকার্ক পর্যন্ত》।