চি প্যানফি, ১৯৭২-১৯৭৪ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ।
চি প্যানফি পরপর জার্মানি গনতান্ত্রিক প্রজাতন্ত্রস্থ চীনের দূত গ্রুপের রাষ্ট্রদূত ও নেতা , জার্মানি গনতান্ত্রিক প্রজাতন্ত্রস্থ প্রথম রাষ্ট্রদূত, উপপররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন । ১৯৭৯ সালের পর তিনি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগমন্ত্রী, রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী ও মহাসচিব ছিলেন। রাষ্ট্রীয় পরিষদের হংকং ,ম্যাকাও কাযালয়ের মহা পরিচালক আর চীন গনপ্রজাতন্ত্রের হংকং বিশেষ প্রশাসন অঞ্চলের মৌলিক আইন প্রনয়ন কমিটির প্রধান-সদস্য, ম্যাকাও বিশেষ প্রশাসন অঞ্চলের মৌলিক আইন প্রনয়ন কমিটির প্রধান সদস্য পদে বহাল থাকাকালে “এক দেশে দুই ব্যবস্থা ”পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে হংকং আর ম্যাকাও সমস্যা সমাধান সম্পর্কে চীন সরকারের প্রণীত নীতি আর কর্মপন্থা তিনি সক্রিয়ভাবে কাযর্করী করেছেন এবং হংকং সমস্যা সম্পর্কে চীন-বৃটেন যুক্ত-বিবৃতি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।