ছেন ই



   ছেন ই, ১৯৫৮-১৯৭২ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ।

  ছেন ই চীনা গন মুক্তি ফৌজের অন্যতম প্রতিষ্ঠাতা আর নেতা ,তিনি সমরবিদ, গন প্রজাতন্ত্রী চীনের মার্শাল । নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি পরপর উপপ্রধানমন্ত্রী , পররাষ্ট্রমন্ত্রী, সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান ছিলেন । 

  ১৯৫৮ সাল থেকে উপপ্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সক্রিয়ভাবে মাও সেতুং আর চৌ এনলাইর পররাষ্ট্রনীতির চিন্তাধারা গ্রহণ করে নয়া চীনের দীর্ঘকালের পররাষ্ট্রনীতি প্রনয়নে অংশ নিয়েছেন , চৌ এনলাইকে সহযোগিতা করে ধারাবাহিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতায় অংশ নিয়েছেন । ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি সোভিয়েত ইউনিয়নের ১৯তম কংগ্রেসে যোগদান করেছেন , স্তালিনের সঙ্গে সাক্ষাত করেছেন । ১৯৫৪ সালের অক্টোবর মাসে তিনি চীনের পার্টি আর সরকার প্রতিনিধি দল নিয়ে জার্মানি গনতান্ত্রিক প্রজাতন্ত্র সফর করেছেন এবং পোল্যান্ড সফর করেছেন ।১৯৫৫ সালের এপ্রিল মাসে চৌ এনলাই-এর প্রধান সহকারী আর চীন সরকারের প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি বান্দোং আফ্রো-এশিয় সম্মেলনে অংশ নিয়েছেন । ১৯৫৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রথমবারের মতো উপপ্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চৌ এনলাই-এর সঙ্গে উত্তর কোরিয়ায় বন্ধুত্বপূণ সফর করে চীনা গণ সেচ্ছাসেবক বাহিনীর স্বদেশে প্রত্যাবর্তনের জন্য সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করেন ।১৯৬০ সালে চৌ এনলাই-এর সঙ্গে অথবা নিজে দল নিয়ে পরপর মায়ানমার, ভারত, নেপাল , কাম্পুচিয়া, মঙ্গোলিয়া , আফগানিস্তান প্রভৃতি দেশ সফর করেছেন । সফরকালে চীন-নেপাল বন্ধুত্বপূর্ণ চুক্তি আর অর্থনৈতিক চুক্তি ,চীন-কাম্পুচিয়া বন্ধুত্বপূর্ণ ও পরস্পরকে অনাক্রমন চুক্তি , চীন-মঙ্গোলিযা বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সাহায্য দান চুক্তি , চীন-আফগানিস্তান বন্ধুত্বপূর্ণ আর পরস্পরকে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছেন ।