চৌ এনলাই



  চৌ এনলাই ১৯৪৯-১৯৫৮ চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ।

  চৌ এনলাই মহান সবর্হারা বৈপ্লবিক,রাজনীতিবিদ,সমরবিদ আর কূটনীতিবিদ, চীনা কমিউনিষ্ট পার্টির আর চীন গণ প্রজাতন্ত্রের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এবং চীনা গন মুক্তি ফৌজের অন্যতম প্রতিষ্ঠাতা । তিনি চীনের চেচিয়াং প্রদেশের শাওসিংজেলার লোক, ১৮৯৮সালের ৫ মার্চ চিয়াংসু প্রদেশের হুয়াই আন জেলায় তার জন্ম আর ১৯৭৬ সালের জানুয়ারি মাসে তার মৃত্যু হয় ।

  চৌ এনলাই চীনের বহু গুরুত্বপূর্ণপররাষ্ট্রনীতি প্রনয়নে অংশ নিয়েছেন এবং তা কাযর্করী করেছেন । ১৯৫৪ সালে তিনি জেনিভা সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনটিতে ইন্দোচীন সমস্যার সমাধান করা হয়েছে, যার ফলে ভিয়েতনাম (দক্ষিণ ভিয়েতনাম ছাড়া ), লাওস, কাম্পুচিয়া এই তিনটি দেশের স্বাধীনতা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে । তিনি চীনের পক্ষ থেকে রাষ্ট্রে-রাষ্ট্রে সম্পর্কের মানদন্ড হিসেবে শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি উথ্থাপন করেন । ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় আফ্রো-এশিয়ার ২৯টি দেশের বান্দোং সম্মেলনে তিনি শান্তিপূর্ণ সহাবস্থান করা , উপনিবেশবাদের বিরোধিতা করা , ভিন্ন মত পাশে রেখে অভিন্ন মত অর্জন করা আর আলাপ-পরামর্শ করার প্রস্তাব উত্থাপন করেন । তিনি পরপর ইউরোপ, এশিয়া আর আফ্রিকার বহু দেশ সফর করেছেন , বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নেতা আর বন্ধু মানুষদের অভ্যর্থনা করেছেন, চীনা জনগন আর বিশ্ব জনগনের বন্ধুত্ব জোরদার করেছেন ।