সাংহাই সহযোগিতা সংস্থা ও চীন


  ২০০১ সালের জুন মাসে চীন, রাশিয়া , কাজাকিস্তান , কিরগিজস্তান, তাজিকিস্তান আর উজবেকিস্তান এ ছটি দেশের রাষ্ট্রপ্রধানরা সাংহাই-এ বৈঠকে মিলিত হয়ে “ সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা” স্বাক্ষর করে “ সাংহাই পাঁচদেশ” ব্যবস্থার ভিত্তিতে নতুন আঞ্চলিক বহুপাক্ষিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার কথা ঘোষনা করেন । সংস্থাটির লক্ষ্য হলো , বিভিন্ন সদস্যরাষ্ট্রগুলোর মধ্যকার পারস্পরিক আস্থা আর সুপ্রতিবেশিসুলভ বন্ধুত্ব প্রতিষ্ঠা করা , রাজনীতি , অর্থনীতিও বানিজ্য,বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, শিক্ষা, শক্তি , যোগাযোগ, পরিবেশ রক্ষা প্রভৃতি ক্ষেত্রে কাযকরী সহযোগিতা জোরদার করতে বিভিন্ন সদস্যরাষ্ট্রকে উত্সাহ যোগানো , মিলিতভাবে বিশ্ব আর আঞ্চলিক শান্তি , নিরাপতা আর স্থিতিশীলতা রক্ষা করার প্রচেষ্টা চালানো ,গনতান্ত্রিক, ন্যায়সংগত আর যুক্তিযুক্ত আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির নতুন শৃঙখলা প্রতিষ্ঠা করা । বিভিন্ন পক্ষ পেইচিং-এ সংস্থাটির সচিবালয় প্রতিষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে ।

  সাংহাই সহযোগিতা সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা আর সক্রিয় রাষ্ট্র হিসেবে চীন এই সংস্থার বিবিধ তত্পরতায় অংশ নিয়েছে, এর বিকাশ ও সম্প্রসারনে বহু গঠনমূলক প্রস্তাব ও নীতি পেশ করেছে এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।