চীন-রাশিয়া সম্পর্ক


  ১৯৪৯সালের ২ অক্টোবর চীন আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ।১৯৯১ সালের আগস্টে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় ,২৭ ডিসেম্বর চীন আর রাশিয়া বৈঠকের কায-বিবরনি স্বাক্ষর করে চীন আর সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার কুটনৈতিক সম্পর্কের সমস্যা সমাধান করেছে । ২০০১ সালে চীন আর রাশিয়ার রননৈতিক অংশিদারিত্বের সম্পর্ক নতুন পযায়ে উন্নিত হয়েছে । রাজনৈতিক ক্ষেত্রে দুপক্ষ পরস্পরের আস্থা জোরদার করেছে , উচ্চস্তরের যোগাযোগ নিবিড় হয়েছে । প্রেসিডেন্ট চিয়াং জেমিন আর প্রেসিডেন্ট পুতিন এক বছরে তিনবার সাক্ষাত্ করেছেন, ছ’বার হটলাইনে টেলিফোনে-কথাবার্তা বলেছেন। ২০০১সালে দুই রাষ্ট্রপ্রধান যে সুপ্রতিবেশিসুলভ বন্ধুত্ব ও সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছেন এবং যুক্ত বিবৃতি প্রকাশ করেছেন তাতে দুদেশ আর দুদেশের জনগনের যুগযুগ ধরে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং ভবিষ্যতে শত্রুতা না করার শান্তি-চিন্তাধারাকে আইনগতভাবে লিপিবদ্ধ করা হয়েছে ।

  ২০০৩ সালের ২৬-২৮ মে প্রেসিডেন্ট হু চিনথাও রাশিয়ায় রাষ্ট্রীয় সফর করেন। 

  সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক আর্থ -বানিজ্যিক সম্পর্ক আর অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা দিনদিন নিবিড় হচ্ছে । সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দুদেশের আদানপ্রদান ও সহযোগিতা দিনদিন বাড়ছে , সাম্প্রতিক বছরগুলোতে চীনা সংগিত-নৃত্য দল, সিনচিয়াং সংগিত-নৃত্য দল , চীনা লেখক প্রতিনিধি দল , পেইচিং মেই লানফাং পেইচিং অপেরা দল এবং রাশিয়ার ক্ষুদ্র শ্বেত বার্চ নৃত্য দল, গ্রেম্লিন ব্যালে নৃত্য দল , মস্কো ক্ল্যাসিক্যাল বেল্লেট নৃত্য দল, সেন্টপিটারবার্গ রংগালয়ের বাদকদল,মস্কো জাতীয় সিন্ফোনি দল প্রভৃতি দুদেশের সাংস্কৃতিক শিল্পী দল সফর বিনিময় করেছে ।

  সীমান্ত সমস্যা সম্পর্কে । চীন আর রাশিয়ার সীমান্তের মোট দৈর্ঘ্য হল ৪৩৭০ কিলোমিটার । দুদেশের মধ্যে সীমান্ত সমস্যা রয়েছে । দুপক্ষ বর্তমানে দুদেশের সীমান্ত সম্পর্কে সংশ্লিষ্ট চুক্তির ভিত্তিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমতার ভিত্তিতে আলাপ-পরামর্শ আর পরস্পরকে সমঝোতার মতাদর্শের আলোকে বহু বছর ধরে বৈঠক করার পর প্রায় ৯৭ শতাংশ সীমারেখা চিহ্নিত করেছে ।

  বর্তমানে দুদেশের পূর্ব সীমান্তের হেইসিয়াচি দ্বীপ আর আপাকাইতু অংগরাজ্য অঞ্চলের সীমারেখা এখনো চিহ্নিত করা হয়নি , দুপক্ষ ন্যায্য , সমতা আর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যতোতাড়াতাড়ি সম্ভব বাকি সীমান্ত সমস্যাও সমাধান করবে ।