উত্তরপূর্ব চীনের পুরনো শিল্পঘাঁটি চীনের জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। পরিকল্পনা-অর্থনীতির আমলে উত্তরপূর্ব চীনের যন্ত্রনির্মাণ, লোহা ও ইস্পাতশিল্প ইত্যাদি ভারী শিল্প চীনের অর্থনৈতিক গঠনকাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । কিন্তু বর্তমানে কতকগুলো পুরনো শিল্পকারখানার ফ্যাসিলিটি ও প্রযুক্তি বেশী পুরনো হয়েছে বলে বাজারে তাদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা কমে গেছে । বিশেষ করে কতকগুলো খনিজ সম্পদের ওপর নির্ভরশীল শিল্প বিরাট অসুবিধার সম্মুখীন হয়েছে । এই সব সমস্যা সমাধানের জন্য চীনের সরকার উত্তরপূর্ব চীনের পরনো শিল্পঘাঁটির পুনর্বিন্যাস , সংস্কার ও পুনরুদ্ধার দ্রুততর করার সিদ্ধান্ত নিয়েছে ।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের বক্তব্য অনুযায়ী, এই ব্যাপারে অর্থনৈতিক কাঠামোর রণনৈতিক পুনর্বিন্যাস করতে হবে ( এটা উত্তরপূর্ব চীনের অর্থনীতির পুনরুদ্ধারের প্রধান কাজ) ; শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সংস্কার করতে হবে; সার্বিক , সমন্বিত ও টেকসই উন্নয়ন বাস্তবায়নের প্রয়াস চালাতে হবে ; কর্মসংস্থান ও সামাজিক নিশ্চয়তা ব্যবস্থার নির্মাণকাজ ভালভাবে সম্পন্ন করার সক্রীয় প্রচেষ্টা চালাতে হবে ; এবং বিজ্ঞান ও শিক্ষা ব্রতের উন্নয়ন দ্রুততর করতে হবে ।
বর্তমানে , চীনসরকার উত্তরপূর্ব চীন ইত্যাদি অঞ্চলের পুরনো শিল্পঘাঁটির পুনর্বিন্যাস ও সংস্কার সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নের কাজ সংগঠিত করছে , চীনের উত্তরপূর্ব অঞ্চলের তিনটি প্রদেশে নিজ নিজ অঞ্চলের পুনর্বিন্যাস ও সংস্কার সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নের জন্য গবেষণা চালাচ্ছে ।