পশ্চিম থেকে পূর্ব দিকে গ্যাস সরবরাহ প্রকল্প


       এই প্রকল্পের অর্থ : চীনের পশ্চিমাংশের সিনচিয়াং, ছিংহাই, সিছুয়েন, ছোংছিং ওর্দোস এই কয়েকটি প্রধান গ্যাস উত্পাদন এলাকা থেকে প্রচুর গ্যাস পাইপলাইনের মাধ্যমে চীনের পূর্বাংশের ইয়াংসি নদীর মোহনা এলাকায়ে পাঠানোর একটি বিরাট প্রকল্প ।

  চীনের পশ্চিম ও মধ্য অংশের ছয়টি এলাকার ভূগর্ভে প্রচুর প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে । এই ছয়টি এলাকা যথাক্রমে হলো : তারিম বেসিন , জুংগার বেসিন , থুহা বেসিন , চাইদাম বেসিন , ওর্দোস বেসিন আর সিছুয়েন বেসিন। এই সব জায়গায় প্রাকৃতিক গ্যাস সম্পদের মজুদের আনুমাণিক পরিমাণ ২২৪০০ বিলিয়ন কিউবিক মিটার, এটা চীনের প্রাকৃতিক গ্যাস সম্পদের মোট পরিমাণ--৩৮০০০ বিলিয়ন কিউবিক মিটারের শতকরা ৫৮.৯ ভাগ । প্রাকৃতিক গ্যাস সম্পদের অবস্থা এবং গ্যাস অনুসন্ধানের বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্র পশ্চিম থেকে পূর্ব দিকে গ্যাস সরবরাহের প্রকল্প নির্মাণের কাজ শুরু করা এবং প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন নির্মাণের কাজ দ্রুততর করার সিদ্ধান্ত নিয়েছে । ইতিমধ্যেই শ্যানসি থেকে পেইচিং পর্যন্ত গ্যাসের পাইপলাইন নির্মাণ সম্পন্ন করা হয়েছে , তাছাড়া আরও তিনটি গ্যাসের পাইপলাইন নির্মাণ করা হবে , অর্থাত্ তারিম - সাংহাই পাইপলাইন, ছিংহাই প্রদেশের শেপেই -সিনিং---কানসু প্রদেশের লানচৌ পাইপলাইন এবং ছোংছিং মহানগরের চোংসিয়েন জেলা-হুপেই প্রদেশের উহান পাইপলাইন নির্মাণ করা হবে , যাতে প্রাকৃতিক সম্পদের শ্রেষ্ঠতাকে অর্থনৈতিক শ্রেষ্ঠতায় রুপান্তরিত করা এবং চীনের পূর্বাংশের গ্যাসের আশু প্রয়োজন মেটানো যায় । বৃহত্তর পটভূমিতে রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য পরিকল্পনাধীন পাইপলাইন নির্মিত হলে তা চীনের পশ্চিম থেকে পূর্ব দিকে গ্যাস সরবরাহের পাইপলাইনের সংগে সংযুক্ত করা যাবে , তাছাড়া রাশিয়ার পুর্ব সাবিবেরিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে , গ্যাস আমদানির এই দুটো পাইপলাইনও চীনের “ পশ্চিম থেকে পূর্ব দিকে গ্যাস সরবরাহ প্রকল্পের আওতাভুক্ত ।

  সংকীর্ণ অর্থে ,চীনের পশ্চিম দিক থেকে পূর্বে গ্যাস সরবরাহ প্রকল্প বলতে বিশেষ করে সিনচিয়াংয়ের তারিম থেকে সাংহাই-সহ ইয়াংসির মোহনা এলাকা পর্যন্ত গ্যাস সরবরাহ প্রকল্প বোঝায় । এই প্রকল্পের পাইপলাইন মোট ৪২০০ কিলোমিটার দীর্ঘ । পাইপের ব্যাস ১১১৮ মিলিমিটার, এই পাইপলাইন সিনচিয়াং অঞ্চল থেকে , কানসু, নিংসিয়া, শ্যানসি, শানসি, হোনান , আনহুই , চিয়াংসু হয়ে সাংহাই মহানগর পর্যন্ত প্রসারিত হয় , এই পাইপলাইনের মধ্য দিয়ে বছরে ১২০০ কোটি কিউবিক মিটার গ্যাস সরবরাহ করা যাবে , এই পাইপলাইনের স্থাবর সম্পত্তির পুঁজিবিনিয়োগ ৩৮৪০ কোটি ইঊয়ান । তাছাড়া বিভিন্ন শহরে এই গ্যাস সরবরাহের পাইপ-নেটওয়ার্ক এবং শিল্পে গ্যাস প্রয়োগের সংশ্লিষ্ট ব্যবস্থা প্রকল্প ইত্যাদিও নির্মাণ করতে হবে, ফলে সামগ্রিকভাবে গোটা প্রকল্পের পুঁজিবিনিয়োগের পরিমাণ হবে ১২০০০ কোটি ইউয়ান ( ১ মার্কিন ডলার= প্রায় ৮.৩ ইউয়ান) ।

  বর্তমানে গোটা প্রকল্পটির পুঁজিবিনিয়োগের মোট পরিমাণের ৪৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে , পাইপলাইনের পুর্বাংশ সার্বিকভাবে সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই পুর্বচীন অঞ্চলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে ।

( ম্যাপ: পশ্চিম থেকে পুর্ব দিকে গ্যাস সরবরাহ প্রকল্পের ম্যাপ )