চীনের দক্ষিন অঞ্চলে পানি বেশী এ পক্ষান্তরে উত্তর অঞ্চলে পানি কম , দক্ষিন অঞ্চলের প্রচুর মিঠা পানিসম্পদ উত্তর অঞ্চলে পাঠানোর জন্য চীনের বিজ্ঞানী ও প্রযুক্তিকর্মীরা ৫০ বছর ধরে বিভিন্ন অঞ্চলে জরীপ চালিয়েছেন এবং ২০০৩ সালে দক্ষিণ থেকে উত্তরে পানি সরবরাহের প্রকল্প নির্মাণ শুরু করেছেন।
দক্ষিণ থেকে উত্তরে পানি সরবরাহ করার তিনটি পথ আছে : পূর্ব লাইন, মধ্য লাইন ও পশ্চিম লাইন । চীনের চারটি প্রধান নদী --ইয়াংসি, হুয়াংহো ,হুয়াই হো এবং হাইহো নদীর সংগে এই তিনটি লাইনের সংযোগ সাধিত হয়েছে, তাতে চীনদেশের পানিসম্পদ দক্ষিণ থেকে উত্তরে সরবরাহ করার সুবিধা হয়, এবং পশ্চিম ও পুর্বাঞ্চলের মধ্যও পানি সরবরাহের ব্যাপারে পারস্পরিক সাহায্য করা যায় ।
পূর্ব লাইন প্রকল্প : ইয়াংসি নদীর ভাটির দেশের ইয়াংচৌ থেকে ইয়াংসিনদির পানি পেইচিং-হাংচৌমহাখালের মাধ্যমে এবং মহাথালটির সমান্তরাল নদীগুলোর মাধ্যমে ধাপে ধাপে উত্তর দিকে স্থানান্তরিত করা হয়, এই নদনদীর সংগে সংযুক্ত হয় বড় বড় হ্রদ , এযমন : হোংজে, লুওমা,নানসি, তোংফিং হ্রদ, হ্রদগুলোতে পানি মজুদ রাখা যায় । এই সব নদনদী ও খালের মাধ্যমে দুটি শাখা লাইনে বিভক্ত হয়ে পানি সরবরাহ করা হয় , একটি শাখা লাইন বেয়ে পানি উত্তর দিকে স্থানান্তরিত হয়ে হুয়াংহো নদী অতিক্রম করে ; অন্য একটি শাখা লাইন বেয়ে পানি পূর্ব দিকে শানতোং উপদ্বীপের ইয়েনথাই এবং ওয়েইহাই শহর পর্যন্ত প্রবাহিত হয় ।
|
দক্ষিণ থেকে উত্তর দিকে পানি সরবরাহ প্রকল্পের পূর্বলাইন প্রকল্পের সিইয়াং পানিসম্পদ উন্নয়ন ব্যবস্থা |
|
দক্ষিণ থেকে উত্তর দিকে পানি সরবরাহ প্রকল্পের পূর্বলাইন প্রকল্পের হুই আন পানিসম্পদ উন্নয়ন ব্যবস্থ |
মধ্যলাইন প্রকল্প : তানচিয়াংখৌ জলাধার থেকে পানি চিংকুয়াং রেলপথ বরাবর লাইন বেয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে আপনা আপনিই পেইচিং ও থিয়েনচিন এলাকায় গিয়ে পৌছতে পারবে ।
পশ্চিম লাইন প্রকল্প : ইয়াংসি নদীর উজান অংশ --থোংথিয়েনহো নদী, ইয়াংসির শাখা নদী ইয়ালোংচিয়াং এবং তাতু নদীর উজান অংশে বাঁধ নির্মাণ করে জলাধার গড়ে তোলা হবে, যাতে ইয়াংসি নদীর পানি উত্তর দিকে প্রবাহিত হয়ে হুয়াংহো নদীতে যেতে পারে । পরিকল্পনা অনুযায়ী পূর্বলাইন, মধ্যলাইন এবং পশ্চিম লাইনের মাধ্যমে ২০৫০ সালে মোট ৪৪৮০কোটি কিউবিক মিটার পানি দক্ষিণ দিক থেকে উত্তরে সরবরাহ করা হবে, এর মধ্য ১৪৮০ কোটি কিউবিক মিটার পানি সরবরাহ করা হবে পূর্ব লাইনের মাধ্যমে , ১৩০০ কোটি কিউবিক মিটার পানি মধ্যলাইনের মাধ্যমে আর ১৭০০ কোটি কিউবিক মিটার পানি পশ্চিম লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে ।
তিন লাইনের গোটা প্রকল্প বাস্তব অবস্থা অনুসারে ধাপে ধাপে নির্মাণ করা হবে, পূর্বলাইন ও মধ্যলাইনের ৪টি আলাদা ধরনের উপপ্রকল্প নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ।
|