পুঁজিবিনিয়োগের নীতি



   চীন হলো সারা বিশ্বে সবচেয়ে বেশী বৈদেশিক পুঁজি আকর্ষণকারী দেশগুলোর অন্যতম । বিশ্ব-অর্থনীতির মন্দা এবং আন্তর্জাতিক পুঁজিবিনিয়োগ বিরাটমাত্রায় কমে যাওয়ার অবস্থায় , চীনের বৈদেশিক পুঁজি ব্যবহারে যে এতো লক্ষণীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে, তার মূলে রয়েছে চীনের প্রবর্তিত বহু সুবিধাজনক ও যুক্তিযুক্ত পুঁজিবিনিয়োগের নীতি ।

  গত শতাব্দীর আশির দশকের প্রথম দিক থেকে , চীন বিপুল জনশক্তি, বস্তুগত ও আর্থিক শক্তি নিয়োজিত করে পর্যায়ক্রমে প্রচুর সংখ্যক অবকাঠামোগত স্থাপনা নির্মাণ করেছে, তাতে পুঁজিবিনিয়োগ করে কারখানা স্থাপন করতে বিদেশী ব্যবসায়ীদের জন্য চীনের সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে । এর সংগে সংগে, চীন পর্যায়ক্রমে ৫০০টিরও বেশী বৈদেশিক অর্থনীতিবিষয়ক আইনবিধি প্রকাশ করেছে , তাতে চীনে পুঁজিবিনিয়োগ করতে বিদেশী ব্যবসায়ীদের জন্য আইনগত ভিত্তি ও নিশ্চয়তা যুগিয়ে দেয়া হয়েছে । ১৯৯৭ সালের শেষ দিকে , চীন আবার সংশোধনের মাধ্যমে “ বিদেশী ব্যবসায়ীদের পুঁজিবিনিয়োজিত শিল্পগুলোর পথনির্দেশক ক্যাটালোগ ” প্রকাশ করেছে , যার মধ্যে কৃষির বহুমুখী উন্নয়ন, শক্তিসম্পদ, যোগাযোগ , গুরুত্বপূর্ণ উপকরণ , উচ্চ ও নতুন প্রযুক্তি, সম্পদের বহুমুখী ব্যবহার আর পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে পুঁজিবিনিয়োগ করতে বিদেশী ব্যবসায়ীদের উত্সাহ ও সমর্থন দেয়া হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মাবলী ও বিদেশের জন্য চীনের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চীনের আগেকার আইনবিধিগত ২৩০০টি দলিলপত্র পরীক্ষা করে দেখা হয়েছে , সেগুলোর মধ্যে ৮৩৯টি বাতিল করে দেয়া হয়েছে, ৩২৫টি সংশোধিত করা হয়েছে , বৈদেশিক অর্থনীতি বিষয়ক আইনবিধি পুনরায় পরীক্ষা করে দেখা ও সংশোধনের কাজ মোটামুটি সম্পন্ন করা হয়েছে, চীনা ও বৈদেশিক যৌথপুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান আইন, চীনা ও বৈদেশিক সহযোগিতায় পরিচালিত শিল্পপ্রতিষ্ঠান আইন, বৈদেশিক পুঁজির শিল্পপ্রতিষ্ঠান আইন--এই তিনটি মৌলিক আইন আর সেগুলো কার্যকরীকরণের খুঁটিনাটি বিষয়ের নিয়মাবলী প্রভৃতি বিদেশী ব্যবসায়ীদের পুঁজিবিনিয়োগ আইনব্যবস্ধা মোটামুটি গড়ে তোলা হয়েছে । ২০০৩ সালের শেষ নাগাদ ১৭০টিরও বেশী দেশ ও অঞ্চলের বিদেশী ব্যবসায়ীরা চীনে পুঁজি বিনিয়োগ করতে এসেছেন , বিদেশী ব্যবসায়ীদের পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মোট সংখ্যা ৪ লক্ষেরও বেশী হয়েছে ; বড় বড় আন্তর্জাতিক অর্থগোষ্ঠী, বহুজাতিক কোম্পানিগুলো চীন-বাজারকে ভাল বলে মনে করছে , বিশ্বের ৫০০টি সেরা বহুজাতিক কোম্পানির প্রায় সবগুলোই চীনে পুঁজি বিনিয়োগ করেছে । বিশ্বের পুঁজিবিনিয়োগকারী ও আর্থিক মহলের ধারণা এই যে, চীন হলো পুঁজিবিনিয়োগের শ্রেষ্ঠ পরিবেশসম্পন্ন অন্যতম দেশ ।