উন্নয়নের রণনীতি



  ১৯৮৭ সালের অক্টোবর মাসে চীনের কমিউনিস্ট পার্টির ১৩ তম জাতীয় কংগ্রেস সুস্পষ্টভাবে রণনৈতিক পরিকল্পনা উপস্থাপন করেছে যে, চীনের আধুনিকায়নের গঠনকাজ মোটামুটি তিন ধাপে সম্পন্ন করতে হবে । বাস্তব লক্ষ্যমাত্র হলো :

  প্রথম ধাপ, ১৯৮১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চীনের জি ডি পির মোট পরিমাণ দ্বিগুণ বাড়ানো । দ্বিতীয় ধাপ , ১৯৯১ সাল থেকে বিংশ শতাব্দীর শেষ নাগাদ জি ডি পির মোট পরিমাণ আবার দ্বিগুণ বাড়িয়ে দেয়া, জনগণের জীবনযাত্রার মান মোটামুটি সচ্ছল করে তোলা। তৃতীয় ধাপ, একবিংশ শতব্দীর মাঝামাঝী অর্থাত্ ২০৫০সালের কাছাকাছি সময় পর্যন্ত , চীনের মাথাপিছু জি ডি পি মাঝারী স্তরের উন্নত দেশের মানের বরাবর হবে , চীনা জনগণের জীবনযাত্রার মান তুলনামূলকভাবে উন্নত হবে, চীনের আধুনিকায়ন মোটামুটি বাস্তবায়িত হবে । 

  ১৯৯৭ সালের সেপ্টেম্বরে চীনা কমমিউনিস্ট পার্টির ১৫তম জাতীয় কংগ্রেসে আবার তৃতীয় ধাপের লক্ষ্যমাত্রা আরও সুনির্দিষ্টভাবে ধার্য করা হয়েছে । অর্থাত্ একবিংশ শতাব্দীর প্রথম দশ বছরে চীনের জি ডি পির মোট পরিমাণ ২০০০ সালের তুলনায় দ্বিগুণ বাড়বে, জনগণের সচ্ছল জীবনের মান আরও একটু উন্নত হবে, চীনে তুলনামূলকভাবে পূর্ণাঙ্গ সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিব্যবস্থা গড়ে উঠবে; তার পর আরও ১০ বছর প্রয়াস চালানোর পর জাতীয় অর্থনীতি আরও উন্নত হবে, বিভিন্ন ব্যবস্থা আরও পূর্ণাঙ্গ হবে ; ২০৫০ সালে চীনে আধুনিকায়ন মোটামুটি বাস্তবে রূপায়িত হবে ,চীন একটি সমৃদ্ধিশালী, বলিষ্ঠ, গণতান্ত্রিক, সুসভ্য সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে ।