|
|
|
|
|
সমাজতান্ত্রিক বাজার-অর্থনীতিব্যবস্থা
|
|
১৯৪৯ সালে নয়াচীন প্রতিষ্ঠার পরবর্তীকালের প্রথম ৩০ বছরে, চীনসরকার বরাবরই পরিকল্পনা-অর্থনীতিব্যবস্থা কার্যকরী করেছে ,সরকারের বিশেষ সংস্থাই দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রের পরিকল্পনা প্রণয়ন করতো এবং লক্ষ্যমাত্রা ধার্য করতো । এই ব্যবস্থার ফলে চীনের অর্থনীতি সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যে স্থিতিশীলভাবে উন্নয়ন লাভ করতে পারে, কিন্তু এটা অর্থনীতির প্রাণশক্তি ও উন্নয়নের গতি সীমাবদ্ধ করেছে ।
গত শতাব্দীর ৭০-এর দশকের শেষ দিকে, চীনের পরিকল্পনাভিত্তিক অর্থনীতিব্যবস্থার সংস্কার শুরু হয় । ১৯৭৮ সালে চীনের গ্রামাঞ্চলে পরিবারভিত্তিক দায়িত্বব্যবস্থা প্রবর্তিত হয়; ১৯৮৪ সালে চীনের অর্থনীতির সংস্কার-অভিযান গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয় ; ১৯৯২ সালে চীনে সমাজতান্ত্রিক বাজার-অর্থনীতিব্যবস্থা প্রতিষ্ঠাকে সংস্কারের দিশা বলে ধার্য করা হয়।
২০০৩ সালের অকটোবর মাসে চীনে সমাজতান্ত্রিক বাজার-অর্থনীতিব্যবস্থা পূর্ণাঙ্গ করার লক্ষ্য আর কর্তব্য সুস্পষ্টভাবে ধার্য করা হয় । অর্থাত্ শহর ও গ্রামাঞ্চলের উন্নয়নের একীভূত বন্দোবস্ত, আঞ্চলিক উন্নয়নের একীভূত বন্দোবস্ত, আর্থ-সামাজিক উন্নয়নের একীভূত বন্দোবস্ত, মানুষ ও প্রকৃতির সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের একীভূত বন্দোবস্ত , দেশের অভ্যন্তরীণ উন্নয়ন ও বহির্বিশ্বের দিকে উন্মুক্ততার চাহিদার একীভূত বন্দোবস্ত, সম্পদ বিন্যাস ও বণ্টনে বাজারের ভিত্তিমুলক ভুমিকা আরও বিরাট মাত্রায় পরিস্ফূর্ত করা, শিল্পপ্রতিষ্ঠানের প্রাণশক্তি ও
প্রতিদ্বন্দ্বিতামূলক ক্ষমতা জোরদার করা, রাষ্ট্রের সামষ্টিক নিয়ন্ত্রণ পূর্ণাঙ্গ করা, সরকারের সামাজিক পরিচালনা ও পাবলিক পরিসেবার সামর্থ্য উন্নততর করা, সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য বলিষ্ঠ ব্যবস্থাগত নিশ্চয়তাবিধান যুগিয়ে দেয়া । প্রধান কর্তব্য হলো : গণ (পাবলিক)মালিকানাকে প্রাধান্য দেয়ার ভিত্তিতে ভিন্নভিন্ন মালিকানাধীন অর্থনীতির অভিন্ন উন্নয়নের মৌলিক অর্থনৈতিক ব্যবস্থা পূর্ণাঙ্গ করা; শহর ও গ্রামের দ্বিবিধ অর্থনৈতিক কাঠামোর ধাপে ধাপে পরিবর্তনের অনুকূল একটি ব্যবস্থা গড়ে তোলা ; আঞ্চলিক অর্থনীতির সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন ত্বরান্বিত করার ব্যবস্থা গড়ে তোলা ; একীভূত, উন্মুক্ত সুশৃংখলভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি আধুনিক বাজারব্যবস্থা গড়ে তোলা ; সামষ্টিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থাপনা আর অর্থনৈতিক আইনব্যবস্থা পূর্ণাঙ্গ করা ; কর্মসংস্থান আয়বণ্টন ও সামাজিক নিশ্চয়তাব্যবস্থা পূর্ণাঙ্গ করা ; অর্থনীতি ও সমাজের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার ব্যবস্থা গড়ে তোলা ।
পূর্বনিরূপিত পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সালে চীনে তুলনামূলক পূর্ণাঙ্গ সমাজতান্ত্রিক বাজার-অর্থনীতিব্যবস্থা গড়ে তোলা হবে ; ২০২০ সালে তুলনামূলকভাবে পাকাপোক্ত সমাজতান্ত্রিক বাজার-অর্থনীতিব্যবস্থা গড়ে তোলা হবে।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|