|
|
|
|
|
|
|
চীন এমন একটি দেশ যার মোট লোকসংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ হলো কৃষিজীবী সম্প্রদায় । চীনের অর্থনীতিতে কৃষির স্থান খুবই গুরুত্বপূর্ণ ।
চীনের স্থলভাগের আয়তন ৯৬ লক্ষ বর্গকিলোমিটার হলেও কৃষিজমির আয়তন শুধু ১২.৭ লক্ষ বর্গকিলোমিটার ,অর্থাত্ শুধু বিশ্বের কৃষিজমির মোট আয়তনার ৭% । কৃষিজমি প্রধানত পূর্ব অংশের মৌসুমীবায়ু অঞ্চলের সমতলভূমি আর অবভূমি এলাকায় থাকে । ফসল চাষ হলো চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি উত্পাদন খাত , প্রধান খাদ্যশস্য হলো ধান,গম,ভূট্টা,সোয়াবীন ইত্যাদি । অর্থকরী ফসল হলো তুলা,চীনা বাদাম,সর্ষে,আখঁ আর সর্গাম ইত্যাদি ।
১৯৭৮ সালে চীনের গ্রামাঞ্চলে সংস্কার প্রবর্তনেরপর থেকে চীনের কৃষি উত্পাদনের দ্রুত উন্নয়ন শুরু হয় । ২০ বছরেরও বেশী সময় ধরে চীনের গ্রামাঞ্চলের সংস্কার কলেকটিভ(সমষ্টিগত) মালিকানার কাঠামোতে চালানো হয়েছে, বাজার হলো এই সংস্কারের পথনির্দেশনা,তাতে সাহসের সংগে ঐতিহ্যিক ব্যবস্থার বন্ধন ভেঙে দেয়া হয়েছে এবং বাজার-অর্থনীতির অবস্থায় কলেকটিভ অর্থনীতি বাস্তবায়নের নতুন পদ্ধতি অনুসন্ধান হয়েছে । সংস্কারের ফলে কৃষকদের বাস্তব উপকার হয়েছে, গ্রামাঞ্চলের উত্পাদনশক্তির মুক্তি ও বিকাশ হয়েছে । কৃষি, বিশেষ করে খাদ্যশস্য উত্পাদনের দ্রুত বৃদ্ধি আর কৃষির কাঠামোর ক্রমাগত উত্কর্ষসাধন ত্বরান্বিত হয়েছে, চীনের কৃষির লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে । বর্তমানে চীনের খাদ্যশস্য, তূলা, সর্ষে বীজ, তামাক, মাংস, ডিম, মাছ প্রভৃতি জলজ দ্রব্য,শাকসব্জির উত্পাদন বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ।
সাম্প্রতিক বছরগুলোতে চীনসরকার বরাবরই কৃষির উন্নয়নকে নিজের কাজের গুরুত্বপূর্ণ অংশ বলে গণ্য করে, অবিরামভাবে কৃষিতে অর্থবিনিযোগ এবং কৃষকদের আয় বাড়িয়ে দিয়েছে ,যাতে ধাপে ধাপে গ্রাম ও শহরের মধ্যে সামঞ্জস্যপূর্ণ বিকাশ বাস্তবায়িত করা যায় ।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|