শিল্পের কাঠামোর অন্তর্ভুক্ত রয়েছে প্রধানত : কৃষি, শিল্প, পরিসেবা--এই তিনটি শিল্পের মধ্যকার অনুপাতের সম্পর্ক, বিভিন্ন শিল্পের মধ্যকার অনুপাতের সম্পর্ক ইত্যাদি ।
১৯৪৯ সালে নয়াচীন প্রতিষ্ঠিত হবার পর থেকে, চীনের শিল্পের কাঠামো তিনটি পর্বের মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে : প্রথম পর্ব হলো গত শতাব্দীর ৫০-এর দশকের প্রথম দিক থেকে ৭০-এর দশকের শেষ দিক পর্যন্ত সময়পর্ব। এই সময়পর্বে চীনের আধা-ঔপনিবেশিক অর্থনীতির বৈশিষ্ট্যের দ্রুত পরিতর্বন হয়েছে ,চীনে প্রাথমিকভাবে শিল্পায়নের ভিত্তি স্থাপিত হয়েছে । দ্বিতীয় পর্ব ১৯৭৯ সাল থেকে গত শতাব্দীর ৯০-এর দশকের প্রথম দিক পর্যন্ত । এই সময়পর্বে চীনে সংস্কার ও উন্মুক্তনীতি প্রবর্তন হয় , শিল্পের কাঠামোর অনবরত পুনর্বিন্যাস ঘটে ,ফলে চীন শিল্পায়নের মাঝারী সময়পর্বে প্রবেশ করে । তৃতীয় পর্ব হলো গত শতাব্দীর ৯০-এর দশকের প্রথম দিক থেকে ২০২০ সালের কাছাকাছি পর্যন্ত : ৯০-এর দশকের প্রথম দিকে চীনে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য ধার্য করা হয় এবং ২০২০ সালের কাছাকাছি সময়ে চীনে শিল্পায়ন বাস্তবায়নের সংগে সংগে প্রাথমিকভাবে তথ্যায়ন সম্পন্ন করা হবে ।
গত ৫০ বছরেরও বেশী সময় ধরে চীনে তিনটি “শিল্পের ” মধ্যকার অনুপাতের সম্পর্কে বেশ বড় পরিবর্তন ঘটেছে । গত শতাব্দীর পঞ্চাশের দশকের প্রথম দিক থেকে ২০০২ সাল পর্যন্ত, চীনের অর্থনীতির মধ্যে কৃষির অনুপাত ৪৫.৪% থেকে কমে গিয়ে ২০০২ সালের ১৪.৫% -এ দাঁড়িয়েছে ; শিল্পের অনুপাত ৩৪.৪% থেকে বেড়ে ৫১.৮% হয়েছে ;পরিসেবা শিল্পের অনুপাত ২০.২% থেকে বেড়ে ৩৩.৭% হয়েছে ।