|
|
|
|
|
অর্থনীতির সংক্ষিপ্ত বিবরণ
|
|
১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর থেকে চীনের অর্থনীতির বেশ দ্রুত উন্নয়ন হয়েছে । বিশেষ করে ১৯৭৮ সালে চীনে সংস্কার ও উন্মুক্ত নীতি প্রবর্তিত হবার পর থেকে চীনের অর্থনীতি গড়পড়তা বছরে ৯ শতাংশ হারে অব্যাহত ও সুস্থভাবে বেড়ে চলেছে । ২০০৩ সালে চীনের জি ডি পির মোট পরিমাণ ১৪০০ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে ,অর্থনীতির মোট পরিমাণের দিক থেকে চীন এখন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ব্রিটেন,ফ্রান্সের পর বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করেছে । ২০০৩ সালের শেষ নাগাদ চীনের মাথা পিছু জি ডি পি এক হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে ।
বর্তমানে চীনদেশের ভেতরে পুঁজিবিনিয়োগ আর পণ্য ও পরিসেবা ভোগ উভয়ক্ষেত্রেই পরিস্থিতি বেশ ভাল । ২০০৩ সালে চীনের গোটা সমাজের স্থাবর পুঁজির বিনিয়োগ ৫৫০০ বিলিয়ন ইউয়ান (দ্রষ্টব্য : এক ডলার = ৮.২৭ রেনমিনবি ইউয়ান ); গোটা সমাজের পণ্যদ্রব্যের খুচরো বিক্রয়ের মোট পরিমাণ প্রায় ৪৬০০ বিলিয়ন ইউয়ান ; বৈদেশিক বাণিজ্যের মোট মূল্য ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার । এই পরিমাণের দিক থেকে চীন ব্রিটেন ও ফ্রান্সকে ছাড়িয়ে বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে, চীনের সামনের স্থানে রয়েছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি আর জাপান । ২০০৩ সালের শেষ নাগাদ চীনের বৈদেশিক মুদ্রার মজুদ ৪০০বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং এ ক্ষেত্রে সারা বিশ্বে চীন দ্বিতীয় স্থান অধিকার করেছে ,অর্থাত্ জাপানের পরই চীনের স্থান ।
গত ২০ বছরেরও বেশী সময় ধরে চীনের সংস্কার ও উন্মুক্ত নীতি প্রবর্তন আর আধুনিকায়নের গঠনকাজ চালানোর পর চীন মোটামুটিভাবে পরিকল্পনা-অর্থনীতি থেকে বাজার অর্থনীতিতে রুপান্তর সম্পন্ন করেছে । চীনের সমাজতান্ত্রিক বাজার -অর্থনীতি ধাপে ধাপে গড়ে উঠে এবং ক্রমেই উন্নতি লাভ করে । এর সংগে সংগতিপূর্ণ হবার জন্য চীনের আইন ও নিয়মাবলী অনবরত পূর্ণাঙ্গ হয়েছে , বাজার উন্মুক্ত হবার মাত্রাও ক্রমাগতই বাড়ছে, পুঁজিবিনিয়োগের পরিবেশের অব্যাহত উন্নতি হয়েছে, ব্যাংকিং ব্যবস্থার সংস্কার স্থিতিশীলভাবে এগিয়ে চলেছে । এসব কিছুই চীনের অর্থনীতির অব্যাহতভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্যে নির্ভরযোগ্য নিশ্চয়তাবিধান ।
নতুন শতাব্দী শুরু হবার পর, চীন উন্নয়নের নতুন ধারণা উত্থাপণকরেছে, অর্থাত্ মানুষ ও প্রকৃতি, মানুষ ও সমাজ, শহর ও গ্রাম, পূর্ব ও পশ্চিম অংশ, অর্থনীতি ও সমাজের সার্বিক ও সুসমঞ্জস বিকাশের ধারণা । ২০০২ সালে চীনের কমিউনিস্ট পার্টির ১৬তম জাতীয় কংগ্রেসে ২০২০ সাল নাগাদ সর্বমুখী সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্য ধার্য করা হয়েছে ।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|