সুয়ে ওয়ে চীনের বিখ্যাত বেহারা বাদক । ১৯৬৩ সালে সুয়ে ওয়ে জন্মগ্রহণ করেন । ছেলেবেলায় সুয়ে ওয়ে শিক্ষক থান মাও রুন , চিং চুন পিং , ছেন সিং চি , থান সু চেন ও চেন শি সেনের কাছ থেকে বেহারা শিখে বেহারা বাজানোর ভালো ভিত্তি স্থাপন করেন । ১৯৮১ সালে সুয়ে ওয়ে চীনের জাতীয় বেহারা প্রতিযোগিতা আর ১৯৮২ সালে কার্ল ফ্লেশ আন্তর্জাতিক বেহারা প্রতিযোগিতায় পুরষ্কার পান ।
১৯৮৩ সালে সুয়ে ওয়ে পরীক্ষার মাধ্যমে চীনের কেন্দ্রীয় সংগীত ইন্সটিটিউটে ভর্তি হন , তার বেহারা শিক্ষ ছিলেন প্রফেসার লিন ইয়াও চি । দু বছর পর সুয়ে ওয়ে পড়াশুনার জন্য ব্রিটেন যান । ১৯৮৬ সালে সুয়ে ওয়ে মস্কোয় চাইকোভস্কী বেহারা প্রতিযোগিতায় রৌপ্য পুরষ্কার পান ।এই পুরষ্কার পাওয়ার দু সপ্তাহ পর তিনি লন্ডনে ফিরে গিয়ে কার্ল ফ্লেশ আন্তর্জাতিক বেহারা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম শ্রেণীর পুরষ্কার আর সোনাটা পুরষ্কার , বাদ্যদল পুরষ্কার আর দশর্ক পুরষ্কার জয় করেন । একই বছর সুয়ে ওয়ে ব্রিটেনের যুব বেহারা বাদকদের বার্ষিক পুরষ্কার পান ।
এই সব বড় বড় পুরষ্কার পাওয়ার পর সুয়ে ওয়ে দেশবিদেশের প্রচার মাধ্যম ও সংগীতবিদদের প্রশংসা পেয়েছেন । ব্রিটেনের বিখ্যাত পত্রিকা ‘ টেপরেকর্ডারের ’ একটি প্রবন্ধে সুয়ে ওয়েকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেহারা বাদক বলে প্রশংসা করা হয়েছে । লন্ডনের ‘ গার্ড ’ পত্রিকা মনে করে সুয়ে ওয়ে একজন অনন্যসাধারণ বেহারা বাদক । তার বেহারা বাজানোর নৈপুন্য অতুলনীয় । সুয়ে ওয়ে ব্রিটেনের বিভিন্ন বাদদলের সঙ্গে সহযোগিতা করে ইউরোপের বিভিন্ন দেশের সংগীত মঞ্চে বেহারা বাজিয়েছেন । এ এস ভি ইত্যাদি রেকর্ড কম্পানির প্রকাশিত তার বাজানো সুরের রেকর্ডগুলো শ্রোতারা খুব পছন্দ করেন । ‘ ক্লাসিকাল সি ডি ’ পত্রিকার একজন সমালোচক তার বাজানো চাইকোভস্কীর সুর সম্পর্কে বলেছেন , সি ডিতে অথবা সংগীতানুষ্ঠানে সুয়ে ওয়ের বাজানো চাইকোভস্কীর সুর অতুলনীয় , আমি কোনো দিন এই মনোরম সুর ভুলতে পারবো না ।
১৯৮৯ সাল থেকে সুয়ে ওয়ে ব্রিটেনের রাজকীয় সংগীত বিদ্যালয়ের প্রফেসার হন ।
[
সুয়ে ওয়ের বাজানো বেহারার সুর
]:
《হোরা নৃত্য সুর 》
|