ওয়াং ছি হুয়ান

  ওয়াং ছি হুয়ান চীনের নামকরা বাঁশি বাদক । তিনি চীনের লোকসংগীত মহলের একজন বিখ্যাত ব্যক্তি । তিনি চীনের জাতীয় সংগীতবিদ সমিতির সদস্য , চীনের লোক অক্যাস্ট্রাল সংগীত সমিতির সদস্য , চীনের অক্যাস্ট্রাল গবেষনা সমিতির সদস্য আর চীনের লোকসংগীত দলের বাঁশিবাদক ।

  ওয়াং ছি হুয়ান ১৯৫৯ সালে চীনের চেচিয়ান প্রদেশের রাজধানী হানচৌয়ে জন্মগ্রহণ করেন । ছোটবেলায় তিনি চীনের বিখ্যাত বাঁশিবাদক চাও সুন থিনের কাছ থেকে বাঁশি বাজা শিখেন । ১৯৮০ সালে তিনি পরীক্ষার মাধ্যমে একই সময় চীনের কেন্দ্রীয় সংগীত ইন্সটিটিউট ও সাংহাই সংগীত ইন্সটিটিউট ভর্তির অনুমতি পান । এই দুটি সংগীত ইন্সটিটিউটের মধ্যে তিনি চীনের কেন্দ্রীয় সংগীত ইন্সটিটিউট বেছে নিলেন । এই সংগীত ইন্সটিটিউটে ওয়াং ছি হুয়ান নামকরা বাঁশিবাদক চেন ইয়োং ছিং ও চীনের বিখ্যাত সংগীতবিদ প্রফেসার লান ইয়ু সুনের সাহায্য পান । ১৯৮৪ সালে কেন্দ্রীয় সংগীত ইন্সটিটিউট থেকে স্নাতক হয়ে ওয়াং ছি হুয়ান চীনের কেন্দ্রীয় লোকসংগীত দলে বাঁশিবাদক হিসেবে যোগ দেন । এই দলে তিনি উত্তর চীনের বিখ্যাত বাঁশিবাদক ওয়াং থিয়ে ছুই আর দক্ষিণ চীনের বিখ্যাত বাঁশিবাদক লু ছুন লিনেরপ্রশিক্ষন পান । বাঁশি বাজানোর নৈপুন্যে তিনি উত্তর ও দক্ষিণ চীনেরবৈশিষ্ট্যের সমন্বয় সাধনের চেষ্টা করেছেন ।  

  ওয়াং ছি হুয়ানের বাঁশিবাজার সুর বৈশিষ্ট্যময় । তিনি তার বাজানো সুরে যেমন আন্তরিকতাপূর্ণ পরিবেশ ও মনোভাব তেমনি মানুষের সুক্ষ্ম মনোভাব প্রকাশ করতে পারেন । তিনি চীনের অনেক বিরাট লোকসংগীত অনুষ্ঠানে বাঁশি বাজানো পরিবেশন করে চীনের প্রবীন সংগীতবিদ লুই চি , লি হুয়ান চি আর শি লে মুনের প্রশংসা পেয়েছেন । তিনি সুরকারদের সঙ্গে সহযোগিতা করে অনেক নতুন সুর রচনা করেন এবং বাঁশি বাজানোর নতুন কৌশল সৃষ্টি করেছেন।  

  চমত্কারভাবে বাঁশিবাজানোর জন্য ওয়াং ছি হুয়ান চীনের ও বিদেশের অনেক সংগীত প্রতিযোগিতায় পুরষ্কার পেয়েছেন । ১৯৮২ সালে তার রচিত সুর ‘ সান ছুন ইউয়েন ’ চীনের কেন্দ্রীয় সংগীত ইন্সটিটিউটের লোকসংগীত সুরের তৃতীয় শ্রেণীর পুরষ্কার পায় , ১৯৮৭ সালে চীনের প্রথম কুয়াংতুং সংগীত প্রতিযোগিতায় তিনি বাঁশিবাজানোর প্রথম শ্রেণীর পুরষ্কার পান , ১৯৮৯ সালে চীনের প্রথম লোকসংগীতের টেলিভিশন প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণীর পুরষ্কার পান , ১৯৮৯ সালের জুলাই মাসে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিতত্রয়দশ বিশ্ব যুব মহাসম্মীলনীতে বাঁশিবাজানোর স্বর্ণপুরষ্কার পান আর ১৯৯১ সালে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজিত একটি অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিল্পী পুরষ্কার পান ।  

  ১৯৯০ সালে ওয়াং ছি হুয়ান পেইচিংয়ের সংগীত হোলে তার একক বাঁশি বাজনা অনুষ্ঠানের আয়োজন করেন । তার বাজানো সুর চীনের লোকসংগীত মহলের ভুয়শী প্রশংসা পেয়েছে । নামকরা সংগীতবিদ লুই চি বলেছেন , ওয়াং ছি হুয়ান বাঁশি বাজানোর ঐতিহ্যিক পদ্ধতির ভিত্তিতে বাশিঁ বাজার নতুন নৈপুন্য সৃষ্টি করেছেন , তিনি চীনের লোজসংগীত মহলের একজন শ্রেষ্ঠ শিল্পী । 

  ওয়াং ছি হুয়ান চীনের প্রতিনিধি দলের সঙ্গে অষ্ট্রিয়া , ফ্রান্স , জার্মানী , যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ ও অঞ্চল সফর করেছেন এবং সেখানকার দশর্কদের সমাদৃত হন । 

  ওয়াং ছি হুয়ান সবসময় নিজের বিদ্যাগত মান উন্নত করার চেষ্টা করেন , তিনি বিনয়ীভাবে অন্যদের কাছ থেকে শিখে নিজের বাঁশি বাজানোর বৈশিষ্ট্য সৃষ্টির প্রয়াস করেন ।  

  [ ওয়াং ছি হুয়ানের বাজানো বাঁশির সুর ]《নি সান সুর》