চিয়াং তা ওয়ে ১৯৪৭ সালে চীনের থিয়েন চিং শহরে জন্মগ্রহণ করেন । তিনি ছোট বেলা থেকেই সংগীত ও ছবি আঁকা পছন্দ করেন । ১৯৬৮ সালে তিনি অন্তর্মঙ্গোলিয়ার হুহোহাওটে শহরের উপকন্ঠের গ্রামাঞ্চলেযান , ১৯৭০ সালে তিনি বন অঞ্চলের পুলিস শিল্পী দলে যোগ দেন ।
১৯৭৫ সালে চিয়া তা ওয়ে পেইচিংয়ের কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি সংগীত ও নৃত্য দলে কন্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করেন । এই দলে থাকাকালে তিনি এই নৃত্য সংগীত দলের প্রধান আর চীনের হাল্কা সংগীত দলের প্রধান হন।
চিয়াং তা ওয়ে চীনের বিখ্যাত টেন্যার কন্ঠশিল্পী । তার স্বর মিষ্টিও উদাও । তার গান চীনের বিভিন্ন জাতির জনগণ পছন্দ করেন ।
কয়েক দশক বছরে চিয়াং তা ওয়ে হাজারটিরও বেশী গান ও শতাধিকটি চলচ্চিত্রের গান গেয়েছেন । তার গাওয়া ‘ পিচ ফুল ফোটার স্থান ’ , ‘ পিয়নী ফুলের গান ’ , ‘ ঘোড়ার পিঠে চড়ে বসে সীমান্ত রক্ষা করি ’ , ‘ আমার পথ কোথায় ’ ও ‘ উত্তর চীনের বসন্ত ’ ইত্যাদি গান চীনের জনপ্রিয় গান হিসেবে সবাই গাইতে পারেন ।
চিয়াং তা ওয়ে যুক্তরাষ্ট্র , কেনাডা , জাপান , জার্মানী , সিংগাপুর ও থাইল্যান্ডইত্যাদি দেশ ও অঞ্চল সফর করেছেন এবং অনেক দেশে সংগীতানুষ্ঠান অনুষ্ঠান করেন , তার গান দেশবিদেশের দশর্কদের সমাদৃত হয়েছে ।
চিয়াং তা ওয়ের প্রতিনিধিত্বকারী গান হলো
:《পিচ ফুল ফোটার স্থান 》、《পিওনি ফুলের গান 》、《আমার পথ কোথায় 》ইত্যাদি