সুং চু ইং

    সুং চু ইং আধুনিক চীনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিশক্তিসম্পন্ন যুব গায়কদের অন্যতমা । 

   ১৯৬৬ সালের ২৭ জুন সুং চু ইং হুনান প্রদেশের কুচান জেলার মিয়াও জাতির একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন । সেই মিয়াও জাতির গ্রামে মাত্র তিনটি পরিবার ছিল । ১৯৮১ সালে সুং চু ইং মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হন । সেই বছর কুচান জেলা অপেরা দল নতুন সদস্য গ্রহণ করে । সেই বছর সুং চু ইংয়ের বাবার মৃত্যু হল । সুং চু ইং মনের দুঃখ চেপে রেখে অপেরা দলের পরীক্ষায় অংশ নেন এবং এক মাস পর জেলা শিল্পী দলের সদস্য হন ।পরে সুং চু ইং জেলা শিল্পী দল থেকে থুচিয়া জাতি ও ইয়াও জাতির শিল্পীদলে ভর্তি হন । এক বছর পর সুং চু ইং পরীক্ষার মাধ্যমে চীনের কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি ইন্সটিটিউটের সংগীত ও নৃত্য বিভাগে ভর্তি হন । ১৯৮৭ সালে তিনি এই ইন্সটিটিউট থেকে স্নাতক হন । ১৯৮৮ সালের অক্টোবর মাসে চীনের সংগীতবিদ সমিতির উদ্যোগে ‘ সোনালী ড্রাগন কাপ ’ জাতীয় সংগীত প্রতিযোগিতা হুনান প্রদেশের রাজধানী ছান সায়ে অনুষ্ঠিত হয় । সুং চু ইং এই প্রতিযোগিতায় ‘ ভাইয়া যান না ’ নামে মিয়াও জাতির একটি লোকসংগীত গেয়ে এই প্রতিযোগিতার স্বর্ণ পুরষ্কার পান । এই প্রতিযোগিতার যাচাই কমিটির সদস্য , চীনের বিখ্যাত সংগীত শিক্ষক চিং থিয়েন লিন সুং চু ইংয়ের গান গাওয়ার প্রতিভা আবিষ্কার করে তাকে নিজের ছাত্র হিসেবে গ্রহণ করেন । সুং চু ইং সিসিটিভির বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘ পিঠে বহনকারী বাস্কেট ’ নামে একটি গান গেয়ে দ্রুত বিখ্যাত হন । ১৯৯১ সালে সুং চু ইং চীনের গণ মুক্তি ফৌজের নৌবাহিনীর শিল্পী দলে ভর্তি হন , তিনি এখন চীনের প্রথম শ্রেণীর অভিনেত্রী হিসেবে রাষ্ট্রীয় পরিষদের বিশেষ ভাতা পান । 

  সুং চু ইংয়ের স্বর মিষ্টি , তার স্বরের লহরী ব্যাপক । তিনি প্রধানতঃ লোকসংগীতপরিবেশন করেন । কিন্তু লোকসংগীত গাওয়ার সময় তিনি পাশ্চত্য গান গাওয়ার স্বর নিয়ন্ত্রনের পদ্ধতি ও লোকসংগীতের পদ্ধতির সমন্বয় করার চেষ্টা করেন , কাজেই তার গান পরিবেশনার নিজস্ব বৈশিষ্ট্য আছে ।  

  সুং চু ইংয়ের গাওয়া ‘ পিঠে বহনকারী বাস্কেট ’ , ‘ লা মেই চি ’ , ‘ সুখী দিনগুলো ’ , ‘ আমি চীনকে ভালোবাসি ’ , ‘ মাতৃভুমির গান ’ , ‘ পূর্ব-পশ্চিম-দক্ষিণ ও উত্তরের সৈনিক ’ , ‘ সৈনিক ভাইয়া ’ ও ‘ বড় হয়ে আমি তোমার মত হলাম ’ ইত্যাদি গান চীনেরবিভিন্ন জায়গা ও বিদেশে অবস্থান প্রবাসী চীনারা খুব পছন্দ করেন । তার গানের অনুরাগী শহর , গ্রাম , মালভূমি , তুষার আচ্ছাদিত পাহাড় ও চীনের সংখ্যালঘুজাতিঅধ্যুসিত গ্রামে গ্রামে সব আছে । 

  ২০০০ সালে সুং চু ইং চীনের সংস্কৃতি সমিতির দেয়ানৈতিক ও নৈপুণ্য উভয় দিক ভালো শিল্পীর উপাধি পান । একই বছর তিনি বিশ্ব চীনা সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ লোকসংগীত পুরস্কার পান । ২০০২ সালেসিদ্নী অপেরা হাউসে আর ২০০৩ সালে ভিয়েনার গোল্ডেন কানসার্ট হোলে সুং চু ইংয়ের একক সংগীতানুষ্ঠান আয়োজিত হয় , দুটি অনুষ্ঠানই সাফল্যমন্ডিত হয়েছে । 

  [ সুং চু ইংয়ের গাওয়া গান ]: 《সুখী দিনগুলো 》