ছান চি

     ছান চি চীনের নামকরা টেন্যার কন্ঠশিল্পী । তিনি চীনের সংগীতবিদ সমিতির সদস্য এবং চীনা মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের শিল্পীদলের প্রধান গায়ক। ছান চি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন , ১৯৬২ সালে গণ মুক্তি ফৌজে ভর্তি হন । তিনি ১৯৬৫ সালে চীনা মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের শিল্পী দলে ভর্তি হন , ১৯৮৩ সালে চীনের কেন্দ্রীয় সংগীত ইন্সটিটিউটের অপেরা বিভাগ থেকে স্নাতক হন । ছান চির শিক্ষক হচ্ছেন চীনের বিখ্যাত সংগীত শিক্ষক প্রফেসার সেন সিয়ান ।

  গান করার সময় ছান চি গানের কথা খুব স্পষ্টভাবে গাইতে পারেন , তার উচ্চ স্বর গম্ভীর ও উদাও । ছান চি পাশ্চাত্য দেশগুলোর গায়কদের গান গাওয়ার স্টাইল আয়ও করে নিজের স্বরের উচুনীচু চমত্কারভাবে নিয়ন্ত্রন করতে পারেন । তাই ছান চি শুধু পাশ্চাত্য দেশগুলোর তীব্র স্বরের অপেরা গাইতে পারেন না , তিনি বিজ্ঞানসম্মত স্বর নিয়ন্ত্রনের পদ্ধতি ব্যবহার করে চীনের লোকগীতসহ বিভিন্ন স্টাইলের গান গাইতে পারেন । তিনি প্রয়াত সুরকার সি কুয়ান নানের রচিত অপেরা ‘ দুঃখ ’-এ নায়কের ভুমিকায় অভিনয় করেছেন । তিনি চীনের অনেক বিরাটাকার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দেশবিদেশের বিশেষজ্ঞ ও দশর্কদের প্রশংসা পেয়েছেন । 

   পৃথিবীর দশজন শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর অন্যতমা যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক অপেরা দলের প্রধানবেভারী হির্স ছান চির প্রশংসা করে বলেছেন , ছান চি একজন বিরল টেন্যার কন্ঠশিল্পী। ইতালির বিখ্যাত বারিটোন কন্ঠশিল্পী জিনো বেচিওছান চির ভুয়সী প্রশংসা করে বলেছিলেন , ছান চি এক বিরল টেন্যার ।তার গান খাটি ইতালীয় স্টাইলের গান। যুক্তরাষ্ট্রের নিউর্য়ক টাইমস পত্রকার একটি প্রবন্ধে বলা হয়েছে , ছান চি সাম্প্রতিক বছরগুলোতে শ্রেষ্ঠ টেন্যার বলা যায় ।বর্তমান সংগীত মহলে ছান চিকে প্রাচ্য থেকে আসা হুমকি বলা যায় । 

  সাম্প্রতিক বছরগুলোতে ছান চি কন্ঠশিল্পী হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছেন এবং পেইচিং , সাংহাই , কুয়াং চৌ , সেনচেন ও হংকংয়ে তার একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছেন । ছান চির গান পরিবেশনের চমত্কার নৈপুন্য ও বিরল উচ্চ স্বরসংগীত মহলে সুনাম জয় করেছে ।

  [ ছান চির গাওয়া গান ]《ও , আমার সুর্য》