উ পি সিয়া

     উ পি সিয়া চীনের একজন কালারাটুরা স্যাপ্রানো কন্ঠশিল্পী । তিনি হুনান প্রদেশের ছান দে শহরের লোক । ১২ বছর বয়স থেকেই উ পি সিয়া মঞ্চে গান পরিবেশন করতে শুরু করেন । তিনি চীনের সংগীত ইন্সটিটিউটে পড়াশুনা করেন এবং ব্যাচল্যার ও মাস্টারস ডিগ্রি পান । ইন্সটিটিউটে অধ্যয়নকালে উ পি সিয়া অধ্যবসায়ের সঙ্গে পড়াশুনা করে চীনের লোকসংগীত ও বিদেশের গান গাওয়ার কৌশল আয়ও করেন এবং এই দুই ধরনের বৈশিষ্ট্যপূর্ণ গান পরিবেশন করতে পারেন।  
  ১৯৯৩ সালে উ পি সিয়া চীনের সংগীতবিদ সমিতি ও চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংগীত প্রতিযোগিতায় রৌপ্য পদক পান । সেই বছরের জুলাই মাসে পাশিফিক সংগীত কম্পানির উদ্যোগে তার প্রথম সি ডি ‘ চীনা নিউ নিউ ’ বের হয় । ১৯৯৬ সালে উ পি সিয়া চীনের জাতীয় সংগীত প্রতিযোগিতায় লোকসংগীত গ্রুপের প্রথম শ্রেণীর পুরষ্কার পান এবং চীনের প্রথম আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতার প্রথম শ্রেণীর পুরষ্কার ।তিনি স্পেনেরঅষ্টম বিকবাও আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতায় প্রথম শ্রেণীর পুরষ্কার , পোল্যান্ডের চতুর্থ মোনিউস্কো আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতার দ্বিতীয় শ্রেণীর পুরষ্কার পান । আন্তর্জাতিক সংগীত মহলের অলিম্পিক গেম্স – ছাইকোভস্কি আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় শ্রেণীর পুরষ্কার পান । আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতায় তিনি তার দেবদূতের মতো মিষ্টি হাসি ও স্বর দিয়ে চীনের সংগীতবিদের সামর্থ্য ও নৈপুন্য দেখিয়ে দিয়েছেন ।

   ২০০০ সাল থেকে উ পি সিয়া পেইচিং , হুনান প্রদেশ ও সিংগাপুরে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেন এবং একাধিক গানের সি ডি প্রকাশ করেন । তিনি পৃথিবীর নামকরা সুরকার , পরিচালক ও দশবারোটি বাদক দলের সঙ্গে সহযোগিতা করে অনুষ্ঠান পরিবেশন করেন । যেমন ২০০১ সালের মে মাসে তিনি আন্তর্জাতিক সংগীত সাংগঠনিক কমিটি ও স্পেনের জাতীয় বেতার ও টেলিভিশন কেন্দ্রের আমন্ত্রনে মাদ্রিদেগালা লিরিকা সংগীত উত্সবে অংশ নিয়েছেন । ২০০১ সালের ডিসেম্বর মাসে উ পি সিয়া আন্তর্জাতিক সংগীত সাংগঠনিক কমিটি ও স্পেনের আরিয়াগা অপেরা দলের আমন্ত্রনে সাফল্যের সঙ্গে ভারদির অপেরা ‘ রিগোলেটো ’-এ নায়িকা জিরদার ভুমিকায় অভিনয় করেছেন । ২০০২ সালে উ পি সিয়া সিংগাপুরের উপকূল শিল্পকলা কেন্দ্রের আমন্ত্রণে অপেরা মারকোপোলো ও রাজকুমারী ব্রুখান ’-এ রাজকুমারী ব্রুখানের ভুমিকায় অভিনয় করেছেন । তা ছাড়া তিনি একাধিক আধুনিক অপেরায় গান পরিবেশন করে বিরাট সাফল্য অর্জন করেছেন । 

   উ পি সিয়ার সাফল্য চীনের ও বিদেশের প্রচার মাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে । চীনের সি সি টি ভি একাধিকবার উ পি সিয়ার জন্য গানের সি ডি তৈরী করেছে , স্পেনের পত্রপত্রিকায় তার গানকে স্বর্গ থেকে আসা স্বর বলে বর্ণনা করা হয়েছে । রাশিয়ার পত্রপত্রিকা উ পি সিয়াকে প্রাচ্যের সংগীত দূত অভিহিত করে । চীনের পিপল্স ডেইলী , সিংগাপুরের সংযুক্ত মনিং পত্রিকা ও ফ্রান্সের বিভিন্ন পত্রিকা উ পি সিয়ার সাক্ষাত্কার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ।

  [ উ পি সিয়ার গাওয়া গান ]《বুলবুল》