চান ইয়ে চীনের হুনান প্রদেশের লোক । তিনি চীনের লোকসংগীত মহলের একজন বিখ্যাত গায়িকা । চান ইয়ে ১৯৯১ সালে চীনের সংগীত ইন্সটিটিউটের গান বিভাগ থেকে স্নাতক হন , ১৯৯৫ সালে এই বিভাগের মাস্টারস ডিগ্রি পান । তার গানের শিক্ষক হচ্ছেন নামকরা গান শিক্ষক প্রফেসার চিন থিয়ে লিন । চান ইয়ে এখন চীনের সংগীত ইন্সটিটিউটের গান বিভাগের শিক্ষক ।
১৯৮৮ সালে চান ইয়ে চীনের যুব গায়কগায়িকা টেলিভিশন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন এবং চীনের শ্রেষ্ঠ গায়কগায়িকা প্রতিযোগিতায় স্বর্ণপদক পান । ১৯৯০ সালে পেইচিং টেলিভিশন কেন্দ্রের আয়োজিত ‘ হুই থুন কাপ ’ ১৯৮০-১৯৯০ সালের শ্রেষ্ঠ গান প্রতিযোগিতায় ‘ আমার প্রিয় গায়ক ’ পুরষ্কার পান । ১৯৯২ সালে চীনের কেন্দ্রীয় বেতার সংস্থার আয়োজিত প্রকৃতি কাপ গান প্রতিযোগিতায় দশর্কদের প্রিয় গায়ক পুরষ্কারের দ্বিতীয় স্থান অধিকার করেন । ১৯৯৫ সালে চীনের সিসিটিভির আয়োজিত বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘ আশানুরুপ ’ নামে একটি গান গেয়ে শ্রেষ্ঠ গায়ক পুরষ্কার পান । একই বছর চান ইয়ে স্বর্ণ রেকোর্ড পুরষ্কার পান । তার গাওয়া ‘ আবেগময় তুং চিয়াং নদীর পানি ’ চতুর্থ এম টি ভিটেলিভিশন প্রতিযোগিতার রৌপ্য পদক পায় , ‘ নতুন যুগে প্রবেশ ’ নামে গান খানচিয়া কাপ পঞ্চম এম টি ভি টেলিভিশন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে।
গান পরিবেশন ছাড়া চান ইয়ে নাটক ও টিভিনাটক ‘ থান পো হু ও সেন চিউ নিয়ান ’তে অভিনেত্রী হিসেবে সেন চিউ নিয়ানের ভূমিকায় অভিনয় করেন।অপেরা ‘ হোন হ্রদের গেরিলা দল ’তে প্রধান নায়িকা হান ইংয়ের ভুমিকায় অভিনয় করেন । অপেরা ‘ সিয়াও আর হেইয়ের বিয়ে ’তে প্রধান চরিত্র সিয়াও ছিনের ভূমিকায় অভিনয় করেন ।চান ইয়ে অনেক চলচ্চিত্র , টিভিনাটকের গান গেয়েছেন । চান ইয়ে ব্রিটেন , ফ্রান্স , সুইজারল্যান্ড , জার্মানী , সুইডেন , বেলজিয়াম , লাক্সাম্বার্গ , জাপান , দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো আর হংকং ও ম্যাকাও সফর করেছেন , তার গান দেশবিদেশের দশর্কদের সমাদৃত হয় ।
চান ইয়ে বিভিন্ন স্টাইলের লোকসংগীত গাইতে পারেন । সংখ্যালঘু জাতির হালকা সুরের লোকসংগীতই হোক , ব্যাপক স্বরলহরীর অপেরাই হোক চান ইয়ে নিখুঁতভাবে গাইতে পারেন । তারগলার স্বর শুনতে মিষ্টি ,অকৃত্রিম ও নিষ্পাপ । তার গান পরিবেশনার স্টাইল সাবলীল , কখনও অকৃত্রিমঅভিনয় করেন না । একজন সংগীত সমালোচক তার গান বর্ণনা করে বলেছেন , চান ইয়ের গান যেন তুষার আচ্ছাদিত পাহাড়ে তুষার থেকে গলা সচ্ছল পানির মতো সচ্ছল ও মিষ্টি । তার গানযেন পাহাড়-পবর্ত , সবুজ গাছও লন থেকেভেসেআসা প্রতিধ্বনি , সবাই শুনতে পছন্দ করেন । কোনো কোন সময় তার গান আবার মৃদু বাতাসের মত বিস্তীর্ণ ভুমি অতিক্রম করে বাগানের রঙীন ফুলের মধ্যে গমনাগমন করে , তার গান আমাদের মন শান্তকরে দেয় ।
[চান ইয়ের গাওয়ান গান]:
《নতুন যুগে প্রবেশ》
|