কো লান ইং চীনের একজন নামকরা সোপ্রানো কন্ঠশিল্পী । ১৯৩০ সালের ডিসেম্বর মাসে তিনি সান সি প্রদেশের পিং ইয়াও জেলার একটি গরীব পরিবারে জন্ম গ্রহণ করেন । ছয় বছর বয়স থেকেই কো লান ইং সান সি অপেরা গাইতে শুরু করেন । সাত বছর বয়স থেকে তিনি সান সি প্রদেশের থাই ইউয়ান শহরের খাই হুয়া সি থিয়েটারে মঞ্চস্থ করেন । ১১ বছর বয়সে কোন লান ইং অপেরা দলের সঙ্গে থাই ইউয়ান শহরে অনুষ্ঠান পরিবেশন করেন । তিনি ‘ লি সান নিয়ান পানি বহন ’ ও ‘ আর তু মেই ’সহ এক শ’রও বেশী ঐতিহ্যিক অপেরায় অভিনয় করেন , অপেরার গান গাওয়া ও অভিনয় উভয় দিকে তিনি তার প্রতিভা দেখান । ১৯৪৬ সালের শরত্কালে কো লান ইং চান চিয়া খৌ শহরে অপেরা দল ত্যাগ করে উত্তর চীন সংযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলে যোগ দেন । এই সময় থেকে তিনি নতুন অপেরা চর্চা করতে শুরু করেন ।
১৯৪৭ সালের কো লান ইং উত্তর চীনসংযুক্ত বিশ্ববিদ্যালয়ের অপেরা বিভাগে ভর্তি হয়ে পড়াশুনার সঙ্গে সঙ্গে অপেরা পরিবেশন করেন । ১৯৪৮ সালের আগস্ট মাসে কো লান ইং উত্তর চীন সংযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংস্কৃতিক দলের সদস্য হন । তার পরিবেশন করা‘ হাট বাজারে বুড়ী ওয়াং ’, স্বামী-স্ত্রী অক্ষর চেনা ’ আর ‘ ভাই-বোন মিলে খিল ভূমি উদ্ধার ’ ইত্যাদি নৃত্যনাট্য স্থানীয় অধিবাসীদের সমাদৃত হয় । ১৯৪৯ সালের এপ্রিল মাসে তিনি চীনের যুব প্রতিনিধি দলের সঙ্গে হানগেরীতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব যুব ছাত্রদের শান্তি ও মৈত্রী মহাসম্মিনীতে অংশ নেন । এই মহাসম্মিলনীতে কো লান ইং ‘ স্বাধীন নারী গান ’ পরিবেশন করে পুরষ্কার পান ।
১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর কো লান ইং চীনের কেন্দ্রীয় অপেরা ইন্সটিটিউটের নৃত সংগীত দল , চীনের কেন্দ্রীয় পরীক্ষামূলক অপেরা দল আর চীনের অপেরা ও নৃত্যনাট্য দলের প্রধান কন্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করেন এবং চীনের সংস্কৃতি ব্যুরোর চতুর্থ জাতীয় কমিটির সদস্য আর চীনের সংগীত সমিতির দ্বিতীয় ও তৃতীয় জাতীয় কমিটির সদস্য ছিলেন । তার পরিবেশন করা আধুনিক অপেরা ‘ শ্বেতকেশী কন্যা ’ , ‘ লিউ হু লান ’ , ‘ বসন্ত বজ্র ’ , ‘ হোন সিয়া ’ , ‘ সিয়াও আর হেইয়ের বিয়ের কাহিনী ’ আর‘ তৌ-ওর দুঃখ ’ প্রভৃতি নৃত্যনাট্যে তিনি যে সিআর , সিয়াও ছিনও লিউ হু লানের চরিত্র সৃষ্টি করেছেন , তা’ দশর্কদের ব্যাপক সমাদৃত হয়েছে । কো লান ইং চীনের শিল্পীদের প্রতিনিধি হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়ন , রোমানিয়া , পোল্যান্ড , চেকস্লোভাকিয়া , যুগস্লাভিয়া , ইতালি , জাপান ইত্যাদি বিশটি দেশ সফর করেছেন এবং সেই সব দেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক আদান-প্রদানে অবদান রেখেছেন ।
১৯৮২ সালে কো লান ইং মঞ্চে অভিনয়ের কাজ বন্ধ করে চীনের সংগীত ইন্সটিটিউটে শিক্ষক হিসেবে যোগ দেন । ১৯৮৬ সালে তিনি কুয়াং তুং প্রদেশে কো লাল ইং শিল্প স্কুলচালু করেন , ১৯৮৯ সালে তিনি প্রথম সোনালী রেকর্ড পুরষ্কার পান ।
কো লান ইংয়ের স্বর মিষ্টি , তার স্বরের লহরী ব্যাপক , তার গান চীনের লোকসংগীতের বৈশিষ্ট্যপূর্ণ । ছোট বেলায় অপেরা অভিনয়ের কড়া প্রশিক্ষণ পেয়েছেন বলে কো লান ইংঅপেরায় ও গান পরিবেশনায় গান ও অভিনয়ের চমত্কার সমন্বয় করেন । তার প্রতিনিধিত্বকারী গানগুলোর মধ্যে আছে ‘ স্বাধীন নারীর গান ’ , ‘ ওয়াং চাচি শান্তি চান ’ ‘ মুক্তির আনন্দ ’ , ‘ নান নি উয়ান ’ , ‘ সিল্কের পতাকায় সোনালী অক্ষর সেলাই ’ আর চলচ্চিত্র ‘ সানকানলিং’-এর গান ‘ আমার মাতৃভূমি ’ ও অপেরা ‘ লিউ হু লান ’-এর গান ‘ নদনদী ও পাহাড়পর্বত ’ ।
[
কো লান ইংয়ের গাওয়া গান
]:
《আমার মাতৃভূমি》
|