টেনর সঙ্গীতশিল্পী ল্যু চিহোং চীনের প্রথম শ্রেণীর গায়ক , সাম্প্রতিক বছরগুলোতে তিনি চীনের সঙ্গীত মঞ্চে তত্পর একজন শক্তিশালী সঙ্গীতশিল্পী , তিনি চীনের রাষ্ট্রীয় পরিষদের বিতরণ করা সরকারী ভাতা উপভোগ করেন । ১৯৮২ সালে ল্যু চিহোং সিআন সঙ্গীত ইনস্টিটিউট থেকে স্নাতক হন । তিনি প্রফেসর থাও লিলিংয়ের কাছে গান শিখেছেন । স্নাতক হওয়ার পর তিনি কানসু প্রাদেশিক নৃত্য-সঙ্গীত দলে ভর্তি হন । ১৯৮৯ সালে তিনি চীনের নৌবাহিনীর রাজনৈতিক বিভাগের নৃত্য-সঙ্গীত দলে একককন্ঠে গায়ক হন , তিনি প্রফেসর চিন থিয়েলিনের কাছে গান শিখেছেন ।
ল্যু চিহোং তিনবার কানসু প্রাদেশিক ভোক্যাল সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন । তিনি “চিনলুং কাপ”জাতীয় গায়ক প্রতিযোগিতায় রৌপ্য-পুরস্কার পেয়েছেন । ১৯৯২ সালে তিনি সিসিটিভির উদ্যোগে আয়োজিত পঞ্চম “উচৌ কাপ”জাতীয় যুব গায়ক প্রতিযোগিতার লোকসঙ্গীতের পেশাদার দলেদ্বিতীয় হয়েছেন , একই সালে ষষ্ঠ গোটাবাহিনীর সংস্কৃতি প্রতিযোগিতায় প্রথম শ্রেণীর পুরস্কার পেয়েছেন এবং সংস্কৃতি মন্ত্রনালয়ের আয়োজিত চীনা জাতিসত্তা ভোক্যাল সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন । ১৯৯৫সালে বেতারের নতুন গানের প্রতিযোগিতায় তিনি সরকারের স্বর্ণ গায়ক পুরস্কার পেয়েছেন ।
পুরস্কার পাওয়া ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে ল্যু চিহোং “জেনারেলের ইয়াং পরিবার”,“তিন রাজ্যের রোম্যান্স ”,“থাং রাজবংশের সম্রাট মিং ”,“লেডী ইয়াং ”“,“হান রাজবংশের সম্রাট উ ”প্রভৃতি অনেক চলচ্চিত্র ও টিভি নাটকের থিমগান গেয়েছেন । তাঁর গাওয়া “বিদায় তাবিয়ে পাহাড় ”,“সিছুয়ান প্রত্যাবর্তন”,“মা-এর গাথা ”প্রভৃতি গান ব্যাপকভাবে দেশে জনপ্রিয় হয় । তিনি সাফল্যের সঙ্গে “লাল প্রবাল ”নামের অপেরার অভিনেতার ভূমিকা পালন করেছেন । তিনি অনেকবার সিসিটিভি ও বিভিন্ন স্থানীয় টেলিভিশন কেন্দ্রের আয়োজিত বিরাটাকারের সাংস্কৃতিক সান্ধ্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ।
২০০১ সালে জাতীয় এম-টিভি প্রতিযোগিতায় তিনি এবং থোং থিয়েসিন ও ইয়েন উইওয়েনের মিলিত কন্ঠে গাওয়া “চীনের অগ্রযাত্রা ”গাণটি স্বর্ণ পুরস্কার পেয়েছে । ২০০৩ সালে তিনি দ্বিতীয় চীনা “ স্বর্ণ ফোনোগ্রাফ রেকর্ড ” পুরস্কার পেয়েছেন ।
ল্যু চিহোং বহুবার রাষ্ট্র ও সেনাবাহিনীর পক্ষ থেকে জার্মানী, রাশিয়া , ফিলিপাইন, থাইল্যান্ড,যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশসফর করেছেন । তিনি দেশী-বিদেশী দর্শকদের ভালবাসা ও সমাদর পেয়েছেন ।
[
সঙ্গীত উপভোগ
]:
《দেশের সমৃদ্ধি , জনগণের শান্তিপূর্ণ জীবন চাই 》
|