ইয়াং হোংচি

     ইয়াং হোংচি চীনের বিখ্যাত ব্যারিটোন সঙ্গীতশিল্পী , চীনা সঙ্গীত শিল্পী সমিতির সদস্য এবং চীনা অপেরাশিল্পী সমিতির সদস্য । 

  ১৯৪১ সালের ফেব্রুয়ারী মাসে চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়েন শহরে ইয়াং হোংচির জন্ম হয় । ছোটবেলা থেকেইতিনি গান গাইতে পছন্দ করতেন । ১৯৫৯ সালে অর্থাত উচ্চ মাধ্যমিক স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় তিনি তালিয়েন নৃত্য-সঙ্গীত দলে ভর্তি হন ,১৯৬২ সালে তিনি পেইচিং চীনা গণ মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক দপ্তরের অপেরা দলে ভর্তি হন । তিনি প্রথমে মিঃ লি মোংস্যুংয়ের কাছে গান শিখেছেন ,তার পর তিনি মিঃ ইয়াং হুয়াথাংয়ের কাছে গান শিখেছেন । তিনি মাঝেমাঝে প্রফেসর সেন সিয়াংয়ের কাছে দীক্ষা নেন । 

  ইয়াং হোংচি ভাল করে জানেন যে,সঙ্গীত ইনস্টিটিউটে ধারাবাহিকভাবে সঙ্গীতের তত্ত্ব না শিকলে নানা কঠিন গান গাইতে সক্ষম এমন একজন নামকরা সঙ্গীতশিল্পী হওয়া কঠিন । তাই যৌবনে তিনি নিজের উপর নির্ভর করে পিয়ানো, হার্মনিবিদ্যা ,ইতালী ভাষা সহ সঙ্গীত-তত্ত্ব শেখা সম্পন্ন করেছেন । এটা পরবর্তীকালে সাফল্য অর্জনে চূড়ান্ত ভূমিকা পালন করেছে ।    

  ১৯৭৯ সালে জাপানের কন্ডাক্টর সেইজি ওজাওয়া চীনে এসে কেন্দ্রীয় সঙ্গীত দলের সঙ্গে সহযোগিতা করে বিটুফেনের সিমফোনি-৯ পরিবেশন করেন । গায়ক বাছাই করার জন্যে সারাদেশে কয়েকডজন সঙ্গীতশিল্পীর মধ্য থেকে ইয়াং হোংচি নিবাচিত হন । ইয়াং হোংচিরপরিবেশনা সেইজি ওজাওয়ার প্রশংসা লাভ করে । ১৯৮৪ সালে প্রফেসর সেন সিয়াংয়ের সুপারিশে তিনি হংকংয়ের সেন সঙ্গীত দল ও মার্কিনী কন্ডাক্টর মো ইয়ুংসির সঙ্গে সহযোগিতা করে প্রাচীন ইংরেজী ভাষা দিয়ে হাইটনের “সীজন ”গেয়েছেন । পরে তিনি কেন্দ্রীয় সঙ্গীত দলের সঙ্গে সহযোগিতা করে ভার্ডীর “রিকোইয়েম ”, হাইটনের “ ক্রিয়েশন ”, মোজার্টের “ ম্যাস ” আর বিটুফেনের “ মিস সোলেমিস ”সহ বেশ কয়েকটি বিরাটাকারের ক্ল্যাসিক্যাল সঙ্গীতে ব্যারিটোন হিসেবে একক-কন্ঠে বা ভোক্যাল কোয়র্টেটে গেছেয়েন ।গণ মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক দপ্তরের অপেরা দল ও কেন্দ্রীয় অপেরা দলের সহযোগিতায় পরিবেশন করা “কার্মেন”,“মাদাম প্রজাপতি”,“তোস্কা ”প্রভৃতি অপেরায় এবং সোভিয়েত ইউনিয়নের অপেরা “এখানকার নিরব ঊষা”র প্রধান চরিত্রে অভিনয় করেছেন । তিনি “এক বিন্দু ঝরণার জল ”,“দুই যুগের বীর মানুষ ”,“ পার্টির মেয়ে ” সহ চীনের কয়েকডজন অপেরার প্রধান চরিত্রে অভিনয় করেছেন । বিশেষ করে ১৯৯৮ সালে প্রয়াত গণ সঙ্গীত শিল্পী সি কুয়াংনানের রচিত “ছু ইউয়ান”নামের অপেরায় ছু ইউয়ানের চরিত্রের ভূমিকা পালন করে বিরাট সাফল্য অর্জন করেছেন ।   

  ইয়াং হোংচি চীনের অপেরা মেইহুয়া পুরস্কার ও রাষ্ট্রীয় পরিষদের মহা সাংস্কৃতিক পুরস্কার পেয়েছিলেন । তিনি মাঝেমাঝে সিসিটিভি ও চীনের বিভিন্ন বড় টেলিভিশন কেন্দ্রের গুরুত্বপূর্ণ সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং চীনের সাংস্কৃতিক মন্ত্রনালয় ও সাধারণ রাজনৈতিক দপ্তরের উদ্যোগে আয়োজিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন । তিনি “তিন রাজ্যের রোম্যান্স ”সহ কয়েক ডজন চলচ্চিত্র ও টিভিনাটক ও টেলিফিল্মে “বিদায় মস্কো ”-র থিম গান রেকর্ড করে শ্রোতাদের মনে গভীর রেখাপাত করেছেন ।   

 [ সঙ্গীত উপভোগ ]《তরঙ্গায়িত ইয়াংসি নদী পূব দিকে প্রবাহিত 》