ইয়েন উইওয়েন , চীনা গণ মুক্তিফৌজের সাধারণ রাজনৈতিক দপ্তরের নৃত্য-সঙ্গীত দলের যুব টেনর সঙ্গীতশিল্পী , চীনা সঙ্গীতশিল্পী সমিতির সদস্য,রাষ্ট্রের প্রথম শ্রেণীর সঙ্গীতশিল্পী । তিনি চীনের রাষ্ট্রীয় পরিষদের বিশেষ ভাতা ভোগ করেন ।
ইয়েন উইওয়েন প্রফেসর চিন থিয়েলিনের ছাত্র । তিনি অন্য গায়কের অভিজ্ঞতা ও গুণ গ্রহণ করে নিজের গানের গুণমান উন্নত করেছেন । বর্তমান সঙ্গীত মঞ্চে এক শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনি ব্যাপক শ্রোতা ও দর্শকের ভালবাসা ও সমাদর পেয়েছেন ।তাঁর গাওয়া “ ছোটো সাদা পপলার গাছ ”,“এমেই রেস্তরাঁ”,“মনের কথা বলি ”,“এক দুই তিন চারের গাণ ”,“বাড়ির কথা মনে পড়ার সময় ”,“আবার দেখা হবে প্রবীণ সৈন্যরা ”,“সৈন্যদের আসল গুণ ”,“প্রাচ্যের সূয, প্রাচ্যের চাঁদ”,“মাতৃভূমি দীর্ঘজীবি হক ”,“সামরিক পতাকার নিচে আমরা ”প্রভৃতি গান সৈন্যবাহিনীতে আর জনসাধারণের মধ্যে প্রচলিত হয় ।
ইয়েন উইওয়েন তাঁর গাওয়া গানের দশটা এলবাম বানিয়েছেন এবং “শেষ সম্রাট ”,“হাইতেনের পৌরাণিক কাহিনী ”,“ইয়াংনাইউ ও সিয়াও পাইছাই ”,“পূবচৌ রাজবংশের রাজ্যগুলো”,“রেডক্রস চৌকা দল ”,“কো লানইং”,“থাইপিং স্বর্গীয় রাজ্য”সহ কয়েক ডজন চলচ্চিত্র ও টিভি নাটকের থিম গান বা ইন্ডারল্যূড সঙ্গীত রেকর্ড করেছেন ।
তিনি চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র,জাপান,কানাডা,ফ্রান্স,জার্মানি ,ইতালি বিশাধিক দেশ ও অঞ্চল সফর করেছিলেন । তিনি দেশবিদেশের দর্শকদের প্রশংসা ও সমাদর লাভ করেছেন ।
ইয়েন উইওয়েন গোটা দেশে আর সৈন্যবাহিনীর আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতায় বহুবার পুরস্কার পেয়েছেন । এর মধ্যে ১৯৮৮সালের তৃতীয় জাতীয় যুব গায়কদের টিভি প্রতিযোগিতায় তিনি পেশাদার দলের লোকসঙ্গীতে প্রথম স্থান অধিকারকরেছেন । ১৯৮৯ সালে গোটা সেনাবাহিনীর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছেন । ১৯৯০ সালে দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিযোগিতায় তিনি দশজন সেরা গায়কের সম্মান , ১৯৯২ সালে চীনের “ স্বর্ণ ফোনোগ্রাফ রেকর্ড” পুরস্কার , ১৯৯৩ সালে ও ১৯৯৫ সালে দেশব্যাপী দর্শকদের নিবাচিত সেরা শিল্পী পুরস্কার , ১৯৯৫ সালে জাতীয় সঙ্গীত টিভি প্রতিযোগিতার স্বর্ণ পুরস্কার পেয়েছেন । ২০০১ সালে জাতীয় এম টি ভি সঙ্গীত-টেলিভিশন প্রতিযোগিতায় থোং থিয়েসিন ও ল্যু চিহোংয়ের সঙ্গে তার মিলিত কন্ঠে গাওয়া “ চীনের অগ্রযাত্রা ” গানটি স্বর্ণ পুরস্কার পেয়েছে ।
[
সঙ্গীত উপভোগ
]:
《ছোটো সাদা পপলার গাছ 》
|