ছেন চোহুয়াং

     ছেন চোহুয়াং চীনের সাংহাই শহরে জন্মগ্রহন করেন ।১৯৫৬ সালে তিনি চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটের অধীনস্থ মাধ্যমিক স্কুলের পিয়ানো বিভাগ থেকে পাশ করেন । ১৯৮১ সালে তিনি কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটের কন্ডাক্টর বিভাগ থেকে স্নাতক হন । ১৯৮১ সালের গ্রীষ্মকালে বিখ্যাত কন্ডাক্টর সেইজি ওজাওয়ার আমন্ত্রণে ছেন চোহুয়াং যুক্তরাষ্ট্রের বিখ্যাত ট্যাঙ্গলউড সঙ্গীত কেন্দ্রও মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সঙ্গীত ইনস্টিটিউটে শিক্ষাগ্রহণ করেন । ১৯৮২ সালে তিনি সঙ্গীতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন । ১৯৮৫ সালে তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিতরণ করা কন্ডাক্ট শিল্পকলায় প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করে নয়া চীনের প্রথম সঙ্গীত শিল্পকলার ডক্টর হয়েছেন ।

  ১৯৮৫—১৯৮৭ সালে ছেন চোহুয়াং যুক্তরাষ্ট্রের ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের চারুশিল্প ইনস্টিটিউটে কন্ডাক্ট বিভাগে এসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদবি লাভ করেন । 

  ১৯৮৭ সালে তিনি চীনের কেন্দ্রীয় সঙ্গীত দলের কন্ডাক্টর ছিলেন । তিনি সঙ্গীত দল নিয়ে নিউইয়র্ক,ওয়াশিংটন ,শিগাগো,সানফ্রান্সিস্কো,লস-এন্জেলেস প্রভৃতি ২৪টি শহরে ঐতিহাসিক সফর ও পরিবেশন করেন । সঙ্গীত দলের সঙ্গীতানুষ্ঠানগুলো অত্যন্ত সাফল্যমন্ডিত হয়েছে এবং আলোড়ন সৃষ্টি করেছে । সঙ্গীতানুষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের শ্রোতা ও সঙ্গীত-সমালোচকদের প্রশংসা লাভ করেছে । 

  ১৯৯০-২০০০ সালে ছেন চোহুয়া আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের উইচিতা সিন্ফোনি ওর্কিস্ট্রার চীফ সঙ্গীত ইনস্পেক্টর ও কন্ডাক্টর ছিলেন । সঙ্গে সঙ্গে তিনি ১৯৯২-১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের রৌডে আইস্ল্যান্ড ফিলহার্মনিকওর্কিস্ট্রার সঙ্গীত চীফ ইনস্পেক্টোরও ছিলেন । এসময়কাল তিনি বেশ কয়েকবার ক্যানসাস ও রৌডে আইস্ল্যান্ড অঙ্গরাজ্যের গভর্ণরের চারুশিল্প পুরস্কার ও প্রশংসা লাভ করেছেন । সঙ্গীত দল,শিল্পী ও শ্রোতাদের কাছে তিনি প্রশংসিত ও সম্মানিত হয়েছেন । 

   বিগত বছরগুলোতে ছেন চোহুয়াং আমন্ত্রিত হয়ে জুরিক টৈনহেল ওর্কিস্ট্রা ,ভানকভার সিন্ফোনি ওর্কিস্ট্রা,মেক্সিকো জাতীয় সিন্ফোনি ওর্কিস্ট্রা ,যুক্তরাষ্ট্রের ট্যাঙ্গলউড সঙ্গীত উত্সব ওর্কিস্ট্রা ,জার্মান হামবোর্গ যুব ওর্কিস্ট্রা ,রাশিয়ার ফিলহার্মোনিক ওর্কিস্ট্রা,স্লোভাক রেডিও সিমফোনি ওর্কিস্ট্রা ,ইসরাইলের হাইফা সিনফোনি ওর্কিস্ট্রা,হংকং ফিলহার্মোনিক ওর্কিস্ট্রা,দক্ষিণ কোরিয়ার পুসান ফিলহার্মোনিক ওর্কিস্ট্রা ,চীনের তাইপেই সিমফোনি ওর্কিস্ট্রা সহ বিশাধিক দেশ ও অঞ্চলের ত্রিশাধিক সঙ্গীত দলের কন্ডাক্টর ছিলেন । তার কন্ডাক্ট শ্রোতা ও সঙ্গীত সমালোচকদের প্রশংসা পেয়েছে । সবাই তাকে “একজন প্রভাবান সঙ্গীতশিল্পী ” , “ যে কোনোসঙ্গীতদলের সামনে দাঁড়াবার মযাদাসম্পন্ন কন্ডাক্টর ” ইত্যাদি বলে প্রশংসা করেন । 

  ১৯৯৬ সালে ছেন চোহুয়াং বিদেশের কিছু কাজ ছেড়ে চীনে ফিরে আসেন এবং সাবেক কেন্দ্রীয় সঙ্গীত দলের ভিত্তিতে চীনা সিমফোনি দল গঠন করেন এবং চীনা সিমফোনি দলের প্রথম চারুশিল্প চীফ ইনস্পেক্টোর হন । চীনাসিমফোনি দল আন্তর্জাতিক পেশাদার সঙ্গীত দলের পরিবেশনার ব্যবস্থা নিয়েছে। গত কয়েক বছরে চীনা সিমফোনি দল শতাধিক শ্রেষ্ঠ আন্তর্জাতিক সঙ্গীতশিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে এবং তাদের সহযোগিতায় বহু দেশিবিদেশী সিমফোনি সঙ্গীত পরিবেশন করে বলিষ্ঠভাবে চীনের সিমফোনি ওর্কিস্ট্রার ব্রতের অগ্রগতি তরান্বিত করেছে । তিনি সঙ্গীত দল নিয়ে চীনদেশের অনেক শহর এবং পশ্চিম ইউরোপের তিনটি দেশ , জাপান ও মেক্সিকো সফর করেছেন । তাদের পরিবেশনা শ্রোতা ও সঙ্গীত সমালোচকদের প্রশংসা লাভ করেছে । 

  
  [ সঙ্গীত উপভোগ ]《সূযোদয়ের আনন্দ》