ছেন সিয়েনইয়াং ১৯৫৩ সালে কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটের অধীনস্থ মাধ্যমিক স্কুলে ভর্তি হন । প্রথমে তিনি পিয়ানো শিখেন , তার পর তিনি সুর রচয়িতা ক্লাসে ভর্তি হন ।১৯৬০ সালে তিনি কন্ডাক্ট বিভাগে ভর্তি হয়ে প্রফেসর হুয়াং সিয়াওথোংয়ের ছাত্র হন ।১৯৬৫ সালে তিনি চমত্কার ফলাফল নিয়ে স্নাতক হয়ে সাংহাই ব্যালে নৃত্য দলের অর্কেস্ট্রাল দলের স্থায়ী কন্ডাক্টর হন । সত্তরের দশকের পর এ পযন্ত তিনি পরপর উত্তর কোরিয়া,জাপান,কানাডা ও ফ্রান্স প্রভৃতি দেশে সফর ও পরিবেশন করেছেন । ১৯৮১ সালে ছেন সিয়েনইয়াং আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওটো মুলারের কাছে কন্ডাক্ট শিখেন এবং পরপর নিউইয়র্কের আধুনিক সঙ্গীত দল , ব্রুকলীন সিন্ফোনি দল , হনুলুলু সিন্ফোনি দলের সঙ্গে সহযোগিতা করে পরিবেশন করেছেন এবং চীনের আধুনিক সুরকারদের রচনা পরিচয় করিয়ে দিয়েছেন ।
১৯৮২ সালে তিনি আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের এসবন সঙ্গীত উত্সবে সঙ্গীত দলের পরিবেশনা কন্ডাক্ট করেন এবং বিরাট সাফল্য অর্জন করেন । তার পরতিনি ফিলিপাইনের জাতীয় সিন্ফোনি দল ও হংকং অর্কিস্ট্রাল দলের পরিবেশনা কন্ডাক্ট করেছেন । পরে তিনি ফ্রান্সের “সাউন্ডঅব মিউজিক”ফনোগ্রাফ রেকর্ড কোম্পানির আমন্ত্রণে চীনের কেন্দ্রীয় সঙ্গীত দল কন্ডাক্ট করে বিটুফেনের “ প্রথম ওচতুর্থ সিন্ফোনি ”র ফোনোগ্রাফ রেকর্ড বানিয়েছেন । তিনি বিরাটাকারের নৃত্য-সঙ্গীত কাব্য “ চীনের বিপ্লবের গান ”-এর কন্ডাক্টিংয়ের কাজে অংশ নিয়েছেন ।
১৯৮৫ সাল থেকে এ পযন্ত ছেন সিয়েনইয়াং পরপর সোভিয়েত ইউনিয়ন , জাপান, স্কটল্যান্ড, ইতালি ,সুইজার্ল্যান্ড, হংকং ,উত্তর কোরিয়া ,দক্ষিণ কোরিয়া , ম্যাকাও, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর , অষ্ট্রেলিয়া , জার্মানী প্রভৃতি দেশ ও অঞ্চলে গিয়ে নিজের সঙ্গীত দল বা স্থানীয় বিখ্যাত সঙ্গীতদলের সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেছেন এবং সমাদর পেয়েছেন ।ছেন সিয়েনইয়াংয়ের পরিচালনায় কেন্দ্রীয় সঙ্গীত দল ও সাংহাই সিন্ফোনি দলের বাজানো কয়েক ডজন দেশি-বিদেশী সিন্ফোনির ফোনোগ্রাফ রেকর্ড করা হয়েছে । এগুলোর মধ্যে সাংহাই সিন্পোনি দলের বাজানো বিটুফেন সিন্ফোনি ও চীনের সুরকার তিং শানতের রচিত সিন্ফোনি আছে ।
১৯৮৭ সালে তিনি “সাংহাইর বসন্ত ”নামক সঙ্গীত উত্সব রচনার শ্রেষ্ঠ কন্ডাক্টর পুরস্কার পেয়েছেন । তার কন্ডাক্ট করা বেহালা চেলো কন্সার্টো “ লিয়াং শানপো ও চুইংথাই ” ১৯৮৯ সালে চীনা ফোনোগ্রাফ রেকর্ড সংস্থার স্বর্ণ পুরস্কার পেয়েছে । তাঁর নাম বৃটেনের ক্যামব্রিজের আন্তর্জাতিক জীবনী কেন্দ্রের প্রকাশিত “ বিশ্ব-বিখ্যাত ব্যক্তিদেরনামের তালিকায় অন্তর্ভূক্তহয়েছে ।
ছেন সিয়েনইয়াং এখন রাষ্ট্রের প্রথম শ্রেণীর কন্ডাক্টর । তিনি সাংহাই সিন্ফোনি দলের সঙ্গীত চীফ ইনস্পেক্টোর ও মুখ্য কন্ডাক্টর ,সাংহাই সঙ্গীত শিল্পী সমিতির ভাইস চেয়ারম্যান,চীনা সঙ্গীত শিল্পী সমিতির সদস্য ও সাংহাই সিন্ফোনিপ্রেমীসমিতির চেয়ারম্যান ।
[
সঙ্গীত উপভোগ
]:
《ইয়ালুচাম্পু নদী 》
|