ইয়েন লিয়াংখুন

      ইয়েন লিয়াংখুন চীনের সঙ্গীতজ্ঞ সমিতির ভাইস চেয়ারম্যান, কনসার্ট কন্ডাক্টর সমিতির প্রধান , কেন্দ্রীয় সঙ্গীত দলের কন্ডাক্টর । ১৯২৩ সালে উহান শহরে ইয়েন লিয়াংখুনের জন্ম হয় । ১৯৩৮ সালে জাপান আগ্রাসন বিরোধী যুদ্ধে চালানো সঙ্গীত-আন্দোলনে তার কন্ডাক্টর জীবনযাত্রা শুরু হয় । ১৯৪০ সালে তার পরিচালনায় “ শিশু নাট্যদল” প্রকাশ্যে “ হুয়াংহো নদীর মহত ঐকতান সঙ্গীত” পরিবেশন করেছে । ১৯৪২ সালে তিনি পরীক্ষা পাশ করে সরকারী সঙ্গীত ইনস্টিটিউটের ধ্রুপদী সুর বিভাগে ভর্তি হয়ে প্রফেসর চিয়াং তিনসিয়েনের ছাত্র হন এবং উ পোছাওয়ের কাছে কনসার্ট কন্ডাক্টিং শিখতে শুরু করেন । ১৯৪৭ সালে স্নাতক হওয়ার পর তিনি হংকং চুংহুয়া সঙ্গীত ইনস্টিটিউটে ধ্রুপদী সুর রচনা ও কন্ডাক্ট করেন । 

  ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর ইয়েন লিয়াংখুন কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটে শিক্ষাদান করেন এবং ইনস্টিটিউটের যুব সম্প্রদায়ের কর্মগ্রুপের গায়কদলের কন্ডাক্টর হন । ১৯৫২ সালে তিনি কেন্দ্রীয় নৃত্য-সঙ্গীত দলের গায়ক দলের কন্ডাক্টর হন । নিজের কন্ডাক্টের মান উন্নত করার জন্যে ১৯৫৪ সালে তিনি সোভিয়েত ইউনিয়নে যান । তিনি চাইকোভস্কি সঙ্গীত ইনস্টিটিউটের স্নাতকত্তর ছাত্র ছিলেন । এখানে তিনি আনোসোফ ওসোকোলোভের কাছে সিন্ফোনি ও ঐকতান সঙ্গীত পরিচালনা করতে শিখেন । ১৯৫৮ সালে দেশে ফিরে আসার পর তিনি চীনা কেন্দ্রীয় গায়কদলের কন্ডাক্টর হন । ১৯৫৯ সালে জাতীয় দিবস উপলক্ষে তিনি “বিটুফেনের নবম সিন্ফোনি ”পরিবেশনায় কন্ডাক্টরের দায়িত্ব পালন করেন । ১৯৬১ সালে তিনি প্রথমবারের মতো ঐকতান সঙ্গীত অনুষ্ঠানে কন্ডাক্টরহন । ১৯৬৪ সালে তিনি নৃত্য-সঙ্গীত কাব্য “তুংফাংহোং ”নামের হাজার লোকের ঐকতান সঙ্গীতের প্রধান কন্ডাক্টর ছিলেন । ১৯৭৯ সালে তিনি কেন্দ্রীয় গায়ক দল নিয়ে ফিলিপাইনে গিয়ে প্রথম আন্তর্জাতিক ঐকতান সঙ্গীত দিবস পালন করেন । ১৯৮২ সালে তিনি কেন্দ্রীয় সঙ্গীত দলের পশ্চিম ইউরোপীয় অপেরার ঐকতান সঙ্গীতানুষ্ঠানে কন্ডাক্টরেরদায়িত্ব পালন করেন। 

       কোডালির সঙ্গীত সম্প্রসারণ ও শিক্ষাদানে তার অবদানের প্রশংসা করার জন্যে ১৯৮৩ সালে হাঙ্গেরির কোডালি স্মৃতি সমিতি ইয়েন লিয়াংখুনকে সার্টিফিকেট ও পদক দান করেছে । ১৯৮৫ সালে তিনি কেন্দ্রীয় সঙ্গীত দল নিয়ে হংকং“হুয়াংহো সঙ্গীত দিবসে”অংশ নেন এবং পরে আবার আমন্ত্রিত হয়ে হংকং“এশিয়া শিল্পকলা দিবসে ” হংকং গায়কদলের পরিবেশনায় কন্ডাক্টর হিসেবে কাজ করেন । ১৯৮৬ সালে দ্বিতীয় “পেইচিং একতান সঙ্গীত উত্সব”-এর স্থানীয় সদস্য, কন্ডাক্টর দলের নেতা ছিলেন । এই সালে “ গায়কদল কন্ডাক্টর সমিতি প্রতিষ্ঠিত হয় , তিনি সমিতিটির চেয়ারম্যান নিবাচিত হন । তার পরিচালনায় কেন্দ্রীয় গায়ক দল প্রতিযোগিতায় দ্বিতীয় “ পেইচিং ঐকতান সঙ্গীত উত্সবের” পেশাদার দলের মধ্যে প্রথম শ্রেণীর প্রথম পুরস্কার পেয়েছে । 

  ইয়েন লিয়াংখুন পরপর দল নিয়ে বা আমন্ত্রিত হয়ে উত্তর আমেরিকা ,দক্ষিণ-পূব এশিয়া এবং তাইওয়ান,হংকং সফর করেন । তিনি মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা দেন । তিনি চীনের পেশাদার ঐকতান সঙ্গীত ব্রতের অন্যতম প্রতিষ্ঠাতা । তিনি চীনের ঐকতান সঙ্গীতের শ্রেষ্ঠ কন্ডাক্টর । 

  [ সঙ্গীত উপভোগ ]《হুয়াংহোর ঐকতান সঙ্গীত 》