স্যু পেইতুঙ(১৯৫৪--):চীনের বিখ্যাত সুরকার ।
স্যু পেইতুঙ ১৯৫৪ সালের ১ ফেব্রুয়ারী তালিয়েন শহরে জন্মগ্রহণ করেন ১৯৭০ সালে তিনি পরীক্ষায় পাশ করে ফুচৌ সামরিক এলাকার নৃত্য-সঙ্গীত দলের প্রধান বেহালা ষিক্ষক , সঙ্গীত দলের পরিচালক ও সুরকার হন । ১৯৭৬ সালে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটের সুর বিভাগে ভর্তি হন । ১৯৯২ সালে তিনি চীনা অপেরা হাউসের সুরকার ও পরিচালক হন । তিনি রাষ্ট্রের প্রথম শ্রেণীর সুরকার , চীনা লাইট মিউজিক সমিতির ভাইস চেয়ারম্যান । ১৯৯২ ও ১৯৯৬ সালে তিনি দুবার“ জাতীয় সেরা দশ সঙ্গীত লেখক” নিবাচিত হন এবং ১৯৯৬ সালে“চীনের সঙ্গীত মঞ্চের উজ্জ্বল বিশ বছরের সুরের সাফল্য পুরস্কার”এবং“ চীনের পপ সঙ্গীত মঞ্চের সাফল্য পুরস্কার”পেয়েছেন ।
তিনি বিপুল পরিমানের সঙ্গীত রচনা করেছেন । এর মধ্যে অপেরা“জেনারেলের মনোভাব ”,নৃত্যনাটক“চাও হুয়া ”,চলচ্চিত্র“রক যুবক”,“কঞ্চির বেড়া,নারী ও কুকুর ”নামের তিনটি টিভি নাটক,“পূবচৌ রাজবংশের রাজ্যগুলো”,“ইউয়োংচেন রাজবংশ”প্রভৃতি নাটকে সুর দিয়েছেন । তিনি যে গান রচনা করেছেন তার মধ্যে আছে“আমার প্রিয় জন্মভূমি ”,“পূর্নিমার চাঁদ”,“বেড়ার দেয়ালের ছায়া ”,“সুখ-দুঃখের বয়স ”,“এশিয়ার বীর দর্প”,“এভাবে জীবন চলে না ”,“ভাগ্য উয়িঞ্চ নয় ”,“দেশের ভাষা দেশের ভালবাসা”,“লামেইচি”,“আমাদের চীনা জাতিকে ভালবাসো”,“চীনের সবসময় আশা থাকবে”, “জনসাধারণের সমর্থন পায় যারা তারা পৃথিবী পাবে ” ইত্যাদি ।
[
সঙ্গীত উপভোগ
]: 《মাতৃভূমির ভূখন্ডে গান ছড়ায় 》
|