চাং লি

       গানের রচয়িতা চাং লি ১৯৩২ সালের ১৭শে অক্টোবর তালিয়েন শহরে জন্মগ্রহণ করেন ।১৯৪৫ সালে তিনি তালিয়েন শহরের এক নং মাধ্যমিক স্কুলে লেখাপড়া করেন । ১৯৪৮ সালে তিনি উত্তর-পুব লুই স্যুন শিল্প একাডেমীর নাট্য বিভাগে সাহিত্য পড়েন ।১৯৫০ সালে তিনি স্নাতক হয়ে একাডেমীতে সাহিত্য রচনা করার কাজ করেন । ১৯৫৫ সালে তিনি পেইচিং শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের চীনা বিভাগে শিক্ষকতা করেন ।১৯৫৭ সালে তিনি চিলিন প্রদেশের অপেরা ও নৃত্য-নাট্য ইনস্টিটিউটের রচনা অফিসে কাজ করেন এবং ১৯৭০ সালে তিনি কেন্দ্রীয় জাতীসত্তা বাদ্যযন্ত্রী দলের রচনা অফিসে কাজ করেন । তিনি রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাট্যকার । 

  পঞ্চাশাধিক বছরের রচনা জীবনে তিনি 《বেড়া দেয়ালের ছায়া 》,《সুখ-দুঃখের বয়স》,《এশিয়ার বীর দর্প》,《আমি এবং আমার মাতৃভূমি》,《দীর্ঘকালীন বিদায়ের লোক 》,《পাহাড় ঘোরে না পানি ঘোরে 》প্রভৃতি অনেক জনপ্রিয় গান রচনা করেছেন । 

  চাংলি দেরীতে খ্যাতনামা হয়েছেন । কারণ তার বড় হওয়ার প্রক্রিয়া তেমন সুষ্ঠু নয় । ২০ শতাব্দীর ৬০-এর দশকে তার লেখা গান প্রবীণ বিখ্যাত সঙ্গীতজ্ঞের স্বীকৃতিনা পেলেওতিনি নিরাশ হননি ,বরং আগের চাইতে আরও অনেক অধ্যবসায়ের সঙ্গে রচনা করতে শিখেন । অবশেষেতিনি ব্যাপক শ্রোতাদের সমাদর ও স্বীকৃতি পান ।

  বৃদ্ধ বয়সের চাংলি এখনো অত্যন্ত ব্যস্ত ।কোমর অসুস্থ হলেও তিনি গান রচনা করেন , সেমিনারে অংশ নেন, অপেশাদার লেখকদের উপদেশ দেন । তিনি অব্যাহতভাবে চীনের শিল্পকলা ব্রতে নিজের অবদান রাখছেন । 

  [ সঙ্গীত উপভোগ ]《আমি এবং আমার মাতৃভূমি 》