গীতিকার ও সুরকার ফু লিন ১৯৪৬ সালের ১৭ জানুয়ারী হেইলুংচিয়াং প্রদেশের ফু চিন শহরে জন্ম গ্রহণ করেন । ১৯৬৮ সালে তিনি চীনা গণ মুক্তি ফৌজের শিল্পকলা ইনস্টিটিউটের সঙ্গীত বিভাগ থেকে স্নাতক হন । তিনি চীনা গণ মুক্তি ফৌজের নৌবাহিনীর রাজনীতি দপ্তরের সঙ্গীত-নৃত্য দলে বাদ্যযন্ত্র বাজাতেন । তিনি এই দলের উপনেতা ও উপদেষ্টা ছিলেন । তাছাড়া তিনি চীনের সঙ্গীত শিল্পী সমিতির সদস্য , সঙ্গীত সমিতি উন্নয়ন কমিশনের ভাইস চেয়ারম্যান , চীনের হাল্কা সঙ্গীত একাডেমীর ভাইস চেয়ারম্যান ছিলেন ।
প্রায় ৪০ বছরে তিনি অনেক জনপ্রিয় গান লিখেছেন । যেমন , “সূর্য সবচেয়ে লাল , চেয়ারম্যান মাও সবচেয়ে প্রিয়”, “ মার চুমো”, “ক্ষুদ্র বাদ্যশঙ্খ”, “সেই ছোট্ট আমি”, “ পুরানো বাড়ির প্রেম”, “ড্রাগন সালে মিলন”, “একই ভালবাসার জন্য”, “ দেশের বরফ”, “ লৌলানের কন্যা”, “ বু বু কাও”, “ সামুদ্রিক দ্বীপের গাথা”, “আকাশ নীল আর সাগর নীল”, “ জন্মস্থানের ভালবাসা” প্রভৃতি প্রায় এক হাজার গান রচনা করেছেন ।কিন্তু তিনি সব গান নিয়ে খুব সন্তুষ্ট নন । তিনি বিনয়ের সঙ্গে বলেছেন , যে গানটি জনসাধারণ সন্তুষ্ট এবং শুনতে ভাল লাগে সে গানটি নিয়ে আমি সন্তুষ্ট । বলাবাহুল্য , অনেক গান আমি নিজে খুব পছন্দ করলেও প্রচলিত হয়নি । আমার কাছে এটা স্বাভাবিক । আমি সঙ্গীত বেছে নিয়েছি , তাই স্বাভাবিকভাবে আমাকে এই ফল গ্রহন করতে হবে ।
ফু লিন অনেক চলচ্চিত্র ও টিভি নাটকের জন্যে গানের সুর ও কথা লিখেছেন । যেমন, “ওঠা-নামা জোয়ার”, “ নারী ও পুরুষের দীর্ঘস্থায়ী প্রেম”, “ ও , খুনলুন”, “ চু ত্য”. “ লিউ শাওছি”, “১৮৯৮ সালের উস্যু আন্দোলন ”, “ পিতা ও পুত্রের পুরানো গাড়ী”, “ সাড়ে তিনটি বীর পুরুষ”, “ লিউ হুলান” সহ শতাধিক চলচ্চিত্রের থিম সঙ্গীত রচনা করেছেন । তিনি সিসিটিভির আয়োজিত যুব সঙ্গীত শিল্পী প্রতিযোগিতা , চীনের কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজিত “ পাঁচটি প্রথম প্রকল্প” নামক প্রতিযোগিতা এবং এমটিভি সঙ্গীত প্রতিযোগিতার বিচারক ছিলেন । তিনি সংস্কৃতি মন্ত্রনালয়ের পক্ষ থেকে বিদেশে গিয়ে আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতার বিচারক হন । তিনি “ সঙ্গীত –অনুরাগীদের বিশ্ব” পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং পত্রিকাটির সাধারণ সম্পাদক । এখন গান রচনা করা শুধু ফু লিনের কাজের একটি অংশ । বেশীর ভাগ সময়ে তিনি মনোযোগের সঙ্গে সঙ্গীত-তত্ত্ব গবেষণা করেন । তিনি বেশ কিছু সঙ্গীত-প্রেমী যুবকযুবতীকে লালনপালন করেছেন ।
১৯৮৬ এবং ১৯৮৭ সালে পৃথকপৃথকভাবে হার্বিনও সিআন শহরে ফু লিনের রচিত সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয় । ২০০১ সালে সিসিটিভির এক অনুষ্ঠানের মাধ্যমে ফু লিনের রচিত গান পরিবেশিত হয়েছে ।
[
সঙ্গীত উপভোগ
]:
《ক্ষুদ্র বাদ্যশঙ্খ》
|