ঢোল

       ঢোল হচ্ছে চীনের এঐতিহ্যবাহী মারার বাদ্যযন্ত্র । চীনের জাতীয় বাদ্যযন্ত্র দলে ঢোলের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ । তা ব্যাপক পর্যায়ে ব্যবহার করা হয় । তা যেমন জাতীয় বাদ্যযন্ত্র দলে , লোক বাদ্যযন্ত্রগলোর সমবেত সংগীতে , বিভিন্ন অপেরা , কথাশিল্পে আর গান ও নাচে ব্যবহার করা হয , তেমনি তা উদযাপনী জনসমাবেশে , ড্রগন-নৌকা বাইচে , সিংহ নাচে , প্রচুর ফলনের উত্সবে এবং শ্রম প্রতিযোগিতায় একটি অনিবার্য্য বাদ্যযন্ত্র ।  

  চীনের মারা বাদ্যযন্ত্র নির্মাণ-সাসগ্রীর ভিন্নতা অনুসারে চীনের মারা বাদ্যযন্ত্র ধাতুর , বাঁশের আর অন্যান্য জিনিসের বাদ্যযন্ত্রে বিভক্ত রয়েছে । ঢোল ধাতুর ধরণের মারা বাদ্যযন্ত্রের অন্তর্ভূক্ত। তা তামা দিয়ে তৈরি হয় । তার গঠন খুবই সহজ । ঢোল গোলাকার হয় । তাকে একটি ফ্রেমের সংগে বাঁধানো হয় । শিল্পীরা কাঠের হাতল দিয়ে তার মধ্য অংশ মেরে স্পন্দনের মাধ্যমে সুর বের হয় ।  

  সবচেয়ে আগে দহ্মিণ-পশ্চিম চীনে বসবাসকারী সংখ্যালঘু জাতিগুলোর লোকেরা তামা ঢোল ব্যবহার করতে শুরু করেন । খৃষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দির সময়ে বিভিন্ন জাতির মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান নিরন্তরভাবে জোরদার হোয়ার সংগে সংগে ধাপে ধাপে চীনের অভ্যন্তর ভাগে তামার ঢোলের প্রচলন হয় । সে সময়ে যুদ্ধে তামার ঢোলের ব্যাপক ব্যবহার করা হয় । প্রাচীনকালের সামরিক কর্তারা প্রায় তামার ঢোল দিয়ে যুদ্ধে সৈন্যদের পরিচালনা করতেন । চীনের প্রাচীন সামরিক পরিভাষায় ব্যবহৃত “ চিন বাজিয়ে সৈন্য প্রত্যাহারে” উল্লেখিত “চিন” ছিল প্রাচীনকালের তামার ঢোলের অন্য নাম ।  

  অঞল আর হ্মেত্রের ভিন্নতার কারণে দীর্ঘকাল ধরে নানা ধনণের ত্রিশেরো বেশি ঢোল দেখা দেয় ।সেগুলোর মধ্যে বড় ঢোল আর ছোট ঢোল বেশি ব্যবহার করা হয় ।  

  বড় ঢোল হচ্ছে আকারের দিক দিক থেকে তামার ঢোল ধরণের বাদ্যযন্ত্রের মধ্যে বৃহত্তম ঢোল । তার ব্যাস ৩০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত । তার বৈশিষ্ট্যহচ্ছে এই যে, সুর প্রশস্ত গভীর আর মহমাময় এবং নমনীয় । তার অবশিষ্ট সুর একটু লম্বা । বিরাটাকারের বাদ্যযন্ত্র দলে বড় ঢোল প্রায় পরিবেশ সরগরম করে তোলা এবং ছন্দ বাড়ানোর ভূমিকা পালন করে থাকে । অপেরায় তা দিয়ে পরিবেশ সরগরম করে তোলা এবং চরিত্রদের স্বভাএ স্ফুর্ত করে তোলার ভূমিকা পালন করা যায় । 

  ছোট ঢোল উচ্চকন্ঠ,মধ্যমকন্ঠ আর নিম্নকন্ঠের ঢোলে বিভক্ত হয় । এগুলোর ব্যাস ২১ থেকে ২২.৫ সেন্টিমিটার । সহযোগী বাজানোর বাদ্যযন্ত্র হিসেবে ছোট ঢোলের ব্যবহার খুব ব্যাপক । বিশেষ করে চীনের পেইচিং অপেরা , ফিং চু অপেরা , পাং চি সি, হোয়া কু সি প্রভৃতি অপেরায় এবং কথাশিল্প , নাটক , ফুঁস দিয়ে বাজানো এবং লোক নাচে ব্যাপকভাবে ঢোল ব্যবহার করা হয় ।  

  [ সুরের উপভোগ ]《জাল ছুড়ে মাছ শিকার 》