ছিং হচ্ছে চীনের এক রকম প্রাচীনতম বাদ্যযন্ত্র । তার আকার সরল এবং নির্মাণ সুদহ্ম । ছিংয়ের ইতিহাস খুবই পুরনো । প্রাচীন মাতৃপ্রধান সমাজের আমলে ছিংকে “শি” ও “মিং ছিও” বলে ডাকা হতো। তখন লোকেরা মত্সচাষ আর পশু শিকার করে জীবনযাপন করতেন । পরিশ্রমের পর তারা পাথর মেরে মেরে নানা ধরণের জীব-জন্তুর ভান করে নেচে গেয়ে আমোদ-প্রমোদ করতেন । এসব পাথর আস্তে আস্তে পরের মার দেয়া বাদ্যযন্ত্র-ছিংয়ে পরিণত হয় ।
সবচেয়ে আগে প্রধানত আদি পুরুষদের সংগীত আর নাচের তত্পরতায় ছিংয়ের ব্যবহার করা হয় । পরবর্তীকালে পিয়ান চুংয়ের মত ছিং বিভিন্ন রাজবংশের শাসকদের যুদ্ধ-অভিযান আর বলিদানের বিভিন্ন কার্যকলাপের ভদ্র সংগীতে ব্যবহার করা হয় ।
ব্যবহারের জায়গা আর বাজানোর উপায় অনুসারে ছিং থেছিং আর পিয়ান ছিংয়ে বিভক্ত । রাজারা আকাশ আর পাতালের উদ্দশ্যে বলিদান এবং পুর্বপুরুষদের উদ্দশ্যেবলিদানের সময়ে বিশেষ ছিং বাজানো হয় । পিয়ান ছিং হচ্ছে কয়েকটি ছিংকে সারিবদ্ধভাবে রেখে কাঠের ফ্রেমের উপরে টাংগিয়ে বাজানোর বাদ্যযন্ত্র । প্রধানত দরবারের সংগীতে তা ব্যবহার করা হয় । ২ হাজার বছর আগেকার যুদ্ধমান আমলে ছুই রাজ্যের পিয়ান ছিংয় নির্মাণের কলা কৌশল একটি উচ্চতর পর্যায়ে উন্নীত হয় ।
১৯৭৮ সালের আগস্ট মাসে চীনের প্রত্নতত্ববিদরা হুপেই প্রদেশের সুয়ে সিয়ান জেলার লেকুতুনে ২৪০০ বছর আগেকার প্রাচীন কবরস্থান - চেন হৌ ইর কবরস্থান উদ্ধার করেন । কবর থেকে প্রাচীন ছুই রাজ্যের সংস্কৃতিসম্পন্ন পিয়ান চুং , ছিন , সে , সিয়াও , ঢাক প্রভৃতি ১ শো কুড়িরো বেশি প্রাচীন বাদ্যযন্ত্র আর বিরাট সংখ্যক পুরাকীর্তি আবিষ্কৃত হয় । একই সময়ে চেন হৌ ই পিয়ান ছিং ৩২টি উদ্ধার করা হয় । উপর নীচে দুই স্তরে সারিবদ্ধভাবে নীল তামার ফ্রেমেরউপরেটাংগানো হয় । গোটা পিয়ান চুং উই চুনাপাথর , নীল পাথর আর জেড পাথর দিয়ে তৈরি হয়” । তার সুর উদাত্ত আর পরিষ্কার । দু:খের বিষয় হচ্ছে এই যে , উদ্ধারের সময়ে অধিকাংশ ছিং ভেংগে চুরমার হয়ে গেছে এবং সেগুলো মেরেও আওয়াজ বের হোয়া সম্ভব ছিল না । ১৯৮০ সালে হু পেই প্রদেশের যাদুঘর আর উ হান পদার্থ গবেষণাগারের সংগে সহযোগিতা করে চেন হৌ ই পিয়ান চুংয়ের অনুকরণে নমুনা তৈরি করেন । তার সুর আগেকার পিয়ান ছিংয়ের সংগে মোটামুটি সংগতিপূর্ণ এবং তার সুর মনোরম আর শ্রুতিমধুর ।
১৯৮৩ সালে হু পেই প্রদেশের সংগীত আর নৃত্য দল ১২ গড়পরতা ছন্দ অনুযায়ী ৩২টি ছিং নিয়ে গঠিত একটি পাথরের পিয়ান ছিং তৈরি করেন । ১৯৮৪ সালের সেপ্টেম্বর মাসে সু চৌয়ের জাতীয় বাদ্যযন্ত্র কারখানা আর জেড পাথর কারখানা আবার নীল জেড দিয়ে ১৮টি ছিং নিয়ে গঠিত পিয়ান ছিং তৈরি করেন ।
চেং হৌ ই পিয়ান ছিংয়ের নমুনা দিয়ে বাজানো 《চু চি ছি 》
|