হৌকুয়ানের অন্য নাম হচ্ছে “চু কুয়ান” । চীনের লোক বাদ্যযন্ত্র কুয়ান চির ভিত্তিতে তৈরি একটি বাদ্যযন্ত্র । গোড়ার দিকে তা ছিল চীনের কুয়াং তুং প্রদেশের রাস্তায় রাস্তায় বেড়ানো বিক্রেতাদের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের একটি হাতিয়ার । বিশের শতাব্দির বিশের দশকের শেষ দিকে কুয়াং তুং সংগীত আর কুয়াং তুংয়ের স্থানীয় অপেরা ইয়ুইয় অপেরায় হৌকুয়ানের প্রচলন শুরু হয় । পরবর্তীকালে কুয়াং তুং আর কুয়াং সি অঞলে এর ব্যাপক প্রচলন হয় ।
হৌকুয়ানের গঠন অত্যন্ত সহজ । তা পাইপ ওইস্টল , নল আর মুখ দিয়ে গঠিত । তার পাইপ ওইস্টল কাশ দিয়ে তৈরি । পাইপ ওইস্টলের মুখ একটু চড়া । পাইপ ওইস্টরের দুটো পাত একটু মোটা । হৌকুয়ানের নল বাঁশ , উ কাঠ , লাল কাঠ , প্লাস্টিকের নল এবং ধাতুর নল দিয়ে তৈরি হয় । তার মধ্যে বাঁশ দিয়ে তৈরি হৌকুয়ানের সুর সবচেয়ে ভালো । হৌকুয়ানের নলে কাটা রয়েছে ৭টি আওয়াজের গর্ত আছে । নলের নিম্নঅংশে লাগানো রয়েছে তামার পাতলা পাত দিয়ে তৈরি মুখ যা সুরের মাত্রা আর সাজসজ্জার ভূমিকা পালন করে ।
হৌকুয়ানের সুর কুয়ান চির মতই । তার আওয়াজ কুয়ান চির নিম্ন সুরের এলাকার কাছাকাছি । তার সুর গভীর আর নীচু এবং একটু অনুনাসিক । জাতীয় বাদ্যযন্ত্র দলে হৌকুয়ান প্রায় মধ্যমকন্ঠের এবং নিম্নকন্ঠের হু ছিনের সংগে মিলে ব্যবহার করা হয় যাতে বাদ্যযন্ত্র দলের মধ্যম আর নিম্নকন্ঠের বিভাগকে জোরদার করা যায় ।
চীনের জাতীয় বাদ্যযন্ত্র দলের মধ্যে জি সুরের মধ্যমকন্ঠের হৌকুয়ান আর ডি সুরের নিম্নকন্ঠের হৌকুয়ান সবচেয়ে বেশি ব্যবহার করা হয় । জি সরের মধ্যমকন্ঠের হৌকুয়ানের দৈর্ঘ্য ৫৩ সেন্টিমিটার , ভেতরের ব্যাস ১ থেকে ১.৩ সেন্টিমিটার । তা দিয়ে ৮টি সুর বাজানো যায় এবং সুরের হ্মেত্র কেবল ১ অষ্টক ধ্বনি । তার তুলনায় ডি সুরের নিম্নকন্ঠের হৌকুয়ানের নল একটু লম্বা । এর দৈর্ঘ্য ৮৫ সেন্টিমিটার , ভেতরের ব্যাস ১.৪ থেকে ১.৭ সেন্টিমিটার । ডি সুরের নিম্নকন্ঠের হৌকুয়ানের সুরের হ্মেত্র একটু সরু এবং সুরের পরিবর্তন সুবিধাজনক নয়। বিংশ শতাব্দির ষাটের দশকে চীনের বাদ্যযন্ত্রেরনির্মাতারা এক নতুন ধরণের হৌকুয়ান আবিষ্কার করেন । এই নতুন ধনণের হৌকুয়ানের নলে চাপিয়ে দেয়ার চাবি বসানো হয় এবং ১৮ বা ১৯টি গর্ত কাটা হয় আর একটি ব্যাপক আওয়াজের গর্তকাটা হয় । তা দিয়ে যেমন আধা সুর বাজানো যায় , তেমনি সুরের পরিবর্তনের উপযোগী হয় । একই সংগে এর সুরের হ্মেত্র আড়াই অষ্টক ধ্বনিতে সম্প্রসারিত হতে পারে । এইভাবে হৌকুয়ান এক ধাপ এগিয়ে এক রকম এককভাবে বাজানো বাদ্যযন্ত্রে পরিণত হয় । তাছাড়া আওয়াজের সমন্বয়ের হ্মেত্রে হৌকুয়ান মধ্যম, উপ-মধ্যম আর নিম্নকন্ঠের বিভাগে সম্প্রসারিত হয় এবং আওয়াজ আর পরিপূর্ণ আর সমৃদ্ধ হয় ।
[ হৌকুয়ানের একক বাজানো সুরের উপভোগ]: 《বসন্তের বাতাস আর হাসির বৃষ্টি》
|