খুং হৌ

      খুং হৌ হচ্ছে চীনের একটি প্রাচীন তারা টানার বাদ্যযন্ত্র । এর দীর্ঘদিনের ইতিহাস রয়েছে । অনুসন্ধান করে জানা যায় , এরইতিহাস ২ হাজারেরবেশি বছর পুরনো । প্রাচীনকালে রাজ বাদ্যযন্ত্র দলে খুং হৌর ব্যবহার ছাড়াও জনসাধারণের মধ্যেও এর ব্যাপক প্রচলন হয় । শক্তিশালী থাং রাজবংশের সময় ( ৬১৮-৯০৭) অর্থনীতি আর সংস্কৃতির দ্রুত বিকাশের সংগে সংগে খুং হৌ বাজানোর কৌশলোএকটি অত্যন্ত উচ্চ পর্যায়ে উন্নীত হয় । ঠিক এই সময়ে চীনেরখুংহৌ পর পর জাপান আর কোরিয়াপ্রভৃতি প্রতিবেশী দেশে প্রবেশ করে । আজ পর্যন্ত জাপানের দোংলিয়াং মন্দিরে চীনের থাং রাজবংশের দুটো খুংহৌয়ের হ্মত অংশ সংরহ্মিত রয়েছে ।

  কিন্তুচতুর্দশ শতাব্দির শেষ দিকে এই সুপ্রাচীন বাদ্যযন্ত্রের আর টপ্রচলন ছিল না এবং আস্তে আস্তে এর বিলুপ্তি ঘটে । তখন লোকেরা কেবল আগেকার দেওয়ালপত্রে আর খোদাই শিল্পকর্মে কিছু খুংহৌয়ের ছবি দেখতে পাওয়া যায় । বহু বছর ধরে বিলুপ্ত এই বাদ্যযন্ত্র উদ্ধার করার জন্যে গত শতাব্দির পঞাশের দশক থেকে চীনের সংগীতকার আর বাদ্যযন্ত্রেরনির্মাতারা বিপুল গবেষণামূলক কাজ চালিয়েছেন । তাঁরা প্রাচীন পুস্তকের লেখাগুলো আর সংরহ্মিত প্রাচীন দেওয়ালপত্রের ছবি অনুযায়ী কয়েক ধরণের খুংহৌ তৈরি করেছেন । তবে এই খুংহৌগুলোর মধ্যে অনেক দুর্বলতা বিদ্যমান ছিল বলে তার প্রচলন হয় নি । গত শতাব্দির আশির দশকের গোড়ার দিকে এক নতুন ধরণের খুং হৌ-ইয়ান চু খুংহৌ তৈরি করা হলো । তার কাঠামো অপেহ্মাকৃত উন্নত আর বিজ্ঞানসম্মতএবং জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন বলে সংগীত হ্মেত্রে এর ব্যাপক প্রচলন হয় ।  

  চীনের প্রচীন খুং হৌ শোয়া থাকা খুং হৌ আর সোজা থাকা খুং হৌ- দু ধরণের আছে । নতুন ধরণের ইয়ানচু খুং হৌপ্রাচীন সোজা থাকা খুং হৌয়ের মৌলিক কাঠামো অনুসারে তৈরি হয় । ইয়ানচু খুং হৌয়ের আকার পশ্চিমা বাদ্যযন্ত্র সুউছিনের কাছাকাছি । তবে খুং হৌয়ের দুই সারি তারা আছে এবং প্রতিটি সারিতে লাগানো রয়েছে ৩৬টি তারা । প্রতিটি তারা স্তম্ভের দ্বারা অনুনাদী বাক্সের সংগে লাগানো হয় । এই রকম তারা স্তম্ভের আকার আকাশে ওড়া বন্য হংসীর দলের মত বলে ইএই রকম খুং হৌকে ইয়ানচু খুং হৌ বলে ডাকা হয় ।  

  ইয়ানচু খুংহৌয়ের ইআওয়াজ স্পষ্ট আর মনোরম । তার সুরের হ্মেত্র খুবই ব্যাপক এবং প্রকাশ-শক্তি অত্যন্ত সমৃদ্ধ । খুং হৌ যেমন প্রাচীন আর আধুনিক সংগীত বাজাতে পারে , তেমনি পশ্চিম বাদ্যযন্ত্র সুউ ছিনের সুর বাজাতে পারে । বাম এবং ডান দিকে দুই সারি তারা থাকে বলে খুং হৌদুটো সুউছিনের সমান সমান। দ্রুত ছন্দ আর ব্যাপক সুর বাজানোর হ্মেত্রে তার সুবিধা রয়েছে । খুং হৌ দিয়ে বাম আর ডান হাত দিয়ে সবচেয়ে সুন্দর মধ্যমসুরের এলাকায় ছন্দ আর সহযোগী সুর বাজানো যায় । এই দিক থেকে তার সংগে অন্যান্য বাদ্যযন্ত্রের তুলনা নেই । তাছাড়া তারা টানা প্রভৃতি বাজানোর পদ্ধতির হ্মেত্রেও খুং হৌয়ের অনন্য বৈশিষ্ট্য আছে । 

  [ সুরের উপভোগ ]《সিয়াংফেই বাঁশ 》