দেয়ালের ভেতরে তিন পাশে একটি রাস্তা তৈরী হয়েছে তাত্ক্ষণিকভাবে বিভিন্ন ভবনকে যুক্ত করেছে এবং এগুলোতে ১৪০টি চিমনী আছে। প্রতিটি চিমনীর নকশা অনন্য। প্রধান ফটকটি পূর্ব দিকে, তা অত্যন্ত প্রশস্ত এবং সেখানে একটি টাওয়ার আছে।
দরজার ওপর পারিবারিক মর্মাদর্শ খোদাই করা হয়েছেঃ “উত্তরসূরীরা ন্যায়পরায়ণ হও, ভায়েরা পরষ্পরের যত্ন নাও; তবেই পরিবারের উন্নতি হবে।” গেইটের পরে একটি পর্দা দেয়াল আছে, যাতে দীর্ঘায়ূর প্রতীক রয়েছে। এই সেই সুরম্য বসতবাটি যা বিখ্যাত ছায়াছবি “লাল লন্ঠনগুলো তুলে ধরো” এর সেটিং হিসেবে ব্যবহৃত হয়।
|