শানসি ছিয়াও’র কমপাউণ্ড
 

       প্রাদেশিক রাজধানী থাই ইউয়ান থেকে ৬০ কিলোমিটার (৩৭.৩ মাইল) দক্ষিণে এবং পিংইয়াওয়ের ২০ কিলোমিটার (১২.৪ মাইল) উত্তরে অবস্থিত এই কমপাউণ্ড দিং রাজামলে (১৬৪৪--১৯১১) নির্মিত হয় ১৭৫৬ সালে।  

  ছিয়াও পরিবারের প্রভাব ১৯৪০ এর দশক থেকে লোপ পেলেও এই কমপাউণ্ডটি সব সময়ই সুরক্ষিত রয়েছে। সম্রাট দিয়েন লোংয়ের আমলে (১৭৩৫--৯৬) , দিয়াও পরিবারের সম্মানজনক অবস্থান ছিলো। তাদের একজন গৃহপিতা একজন বিখ্যাত বণিক ছিলেন বলে তিনি বহু দেশে বাণিজ্যের জন্যে ভ্রমণ করেন। এই পরিবারের কাজকর্মের অন্যতম ছিলো ব্যাংকিং ব্যবসা , যার অর্থ এই দাঁড়ায় যে, তাদের প্রভাব শানসি প্রদেশের সীমা ছাড়িয়ে যায়। তাদের প্রাইভেট ব্যাংক দেশব্যাপী বিস্তার লাভ করে। এই কমপাউণ্ডের ভেতরের আঙ্গিনাগুলো আর চলাচলের রাস্তাগুলোর নকশা চীনা শব্দ “শোয়াং সি” অর্থাত্ দ্বিগুণ সুখের অনুকৃতি।  

  এই স্থাপত্যে ধারাবাহিকভাবে বিশাল বৈচিত্র্যের ছাদের শৈলী লক্ষণীয়। এসব ছাদের শৈলী হালকা ঢালু থেকে উচুঁ চূড়ো পর্যন্ত বহু বিধতায় বৈশিষ্ট্যময় ও সুরুচিপূর্ণ বাঁক তৈরী করেছে।