ওয়াং কমপাউল্ডের ঘরগুলো সমৃদ্ধ স্থাপত্য ও খোদাইকর্ম দিয়ে সাজানো। অসাধারণ শৈল্পিক কর্মগুলোর মধ্যে রয়েছে পাথর, ইট আর কাঠের ওপরে নয়নাভিরাম শিল্পকর্ম। ঘরের জানালার ছাঁইচ, ছাদের কিনারা, আসবাবপত্র, দেয়াল, জানালার কাঠামো, সমাধি, পাথরের সুদর্শন ঢোল --- সব কিছুতেই খোদাইকর্মের ছড়াছড়ি।
ছিং শাসনামলের মাঝামাঝি সময়ে এটি বৃহত্ কর্পোরেশনের রূপ পরিগ্রহ করে। খামার এবং বাণিজ্য থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত কর্মতত্পরতাবিস্তৃত হয় ওয়াংয়ের ।
|