ঢোল-তবলা
 

       এই প্রস্তরের স্তম্ভমূলগুলো আসবাবপত্রে ব্যবহৃত কাঠের কাজে ব্যবহৃত হয় এবং ক্ষয় ও মরচে প্রতিরোধক হিসেবে কাজে লাগে আর এগুলো দিয়ে লন্ঠন, ঢোল-তবলা, ফুলদানী, ষড়ভূজ ইত্যাদির আকৃতি বানানো হয়। পাথরের সিংহ, ক্যাপস্টোন, অশ্বারোহীদের ব্যবহার্য মাওন্টিং ব্লক, দরজার স্তম্ভ সর্বগুলোই চমত্কার স্থাপত্য তৈরী হয়। নকশাগুলোর সাহায্যে ঐতিহাসিক ঘটনাবলী এবং উপদেশমূলক গল্প ফুটিয়ে তোলা হয়। বাঁ পাশের একটি স্থাপত্য ম্যাডাম থাং তার শিশু ছেলেকে স্তন্যদান করছেন। একজন চাকর শিশুটিকে একটি র্যাটল খেলনা দিয়ে প্রলোভন দেখাচ্ছে। সেখানে আরও আছে তার ননদ তার স্বামীর বুড়োম-বাবাকে সেবা করছে। এখানে পরিবারের প্রতি নারীদের আনুগত্য দেখানো হয়েছে।