পাথর খোদাই
 

       আকর্ষণীয় আনুভূমিক ফলকগুলোর মধ্যে পুঁথি, শোকগাঁথা ইত্যাদি রয়েছে। ব্যাস বিলির্ফ, হাই রিলিফ এবং খোদাইকৃত মুর্তির মধ্যে এগুলো দেখা যায়। একটি বেসরকারী স্কুলের অভ্যন্তরে একটি গলির দেয়ালের গায়ে বসানো প্যাট্রা পাতার ফলক সহজেই দৃষ্টি আকর্ষণ করে। এটি একটি বিশেষ সূক্ষ্ম ও দুর্লভ পাথর খোদাই। এই পাতাকৃতির ফলকটি ও তার শিরাজাল পাথর খোদাই শিল্পের অসাধারণ নিদর্শন।  

  এই ধরণের পাথর খোদাই শিল্পের কেবল দুটো নমূনাই এখন টিকে আছে। অন্য কর্মটি রয়েছে পেইচিংয়ের রাজপ্রাসাদে।