ইট খোদাই  
 

       প্রধানতঃ বেড়া হিসেবে ব্যবহৃত দেয়ালে, চিমনিতে , ছাদের কিনারায়, দরজার চৌকাঠে এবং প্রতিরক্ষা প্রাচীরে এই শিল্পকর্ম দেখা যায়। বিষয়বস্তুগুলোর মধ্যে ফুলের নকশা, সৌভাগ্যবাহী, পশু-পাখি এবং তাওবাদী প্রতিমূর্তি।  

  এই শিল্পকলার একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে, দীর্ঘায়ূ দেবতার সমর্থনে পাঁচটি আশীর্বাদ নামক দেওয়াল চিত্রণ। বর্শার মতো নকশাটিতে দুটি বাইরের সমকেন্দ্রিক বৃত্ত আছে। এতে রয়েছে মূল সজ্জা বা বিন্যাস। কেন্দ্রের বসটি হলেন দীর্ঘায়ূ দেবতা এবং পাঁচটি বাদুড়ের তৈরী বহিঃবৃত্তের মধ্যে তার সমর্থন পাওয়া যায়। চীনা শব্দ “ফু” মানে বাদুড়, আর এই বাদুড় সৌভাগ্যের প্রতীক বলে তার গুরুত্ব বেশী।