চীনামাটি (৯ পর্ব)
 

       শাং রাজামলের (খ্রীষ্টপূর্ব ১৬০০-খ্রীঃপূর্ব ১০৪৬) তামার তৈজসপত্রে প্রাচীণ পৌরাণিক কাহিনীর একপাবিশিষ্ট ড্রাগনের নমূণা দেখা যেতো। ইউয়ান, মিং আর ছিং রাজামলে (১৩ শতাব্দি--১৯ শতাব্দি) এ ধরণের নমূণা বহু থালা-বাসনে দেখা যেতো।

  ছবিতে একপাবিশিষ্ট ড্রাগনের চিত্রাংকিত চীনামাটির থালাটি সাদার ওপর নীল রঙের কাজ করা। এর মুখে আর তলদেশের মাঝখানেও ড্রাগণের চিত্র আছে। থালাটির চারপাশে ঘাসের ডিজাইন আছে।